জাবিতে একসঙ্গে ‘মিশন এক্সট্রিম’ দেখল ১৬০০ শিক্ষার্থী

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

১১ ডিসেম্বর ২০২১, ০৪:৫৮ পিএম


জাবিতে একসঙ্গে ‘মিশন এক্সট্রিম’ দেখল ১৬০০ শিক্ষার্থী

দেশের সিনেমায় বহু দিন পর চঞ্চলতা ফিরেছে। সিনেমা হলগুলোতে ছুটছেন দর্শকরা, সিনেমা দেখে বের হয়ে হাসিমুখে জানাচ্ছেন প্রতিক্রিয়া। চেনা এই রূপ ফিরিয়ে দিয়েছে যেই সিনেমা, সেটার নাম ‘মিশন এক্সট্রিম’।

গত ৩ ডিসেম্বর মুক্তির পর থেকে সিনেমাটি এখনো প্রেক্ষাগৃহে চলছে। এরই মধ্যে কপ থ্রিলার ধাঁচের সিনেমাটি একসঙ্গে দেখল ১৬০০ শিক্ষার্থী। শুক্রবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই চমৎকার ঘটনাটি ঘটেছে।

জাবির ৪২তম ব্যাচের র‍্যাগ অনুষ্ঠান উপলক্ষে কপ ক্রিয়েশন ও র‍্যাগ কমিটি যৌথভাবে ‘মিশন এক্সট্রিম’ দেখানোর আয়োজন করে। উগ্রবাদ বা সন্ত্রাসবাদ বিরোধী জনসচেতনতামূলক এই সিনেমা বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে দেড় হাজারের বেশি শিক্ষার্থী সিনেমাটি উপভোগ করে। কানায় কানায় পরিপূর্ণ ছিল পুরো মিলনায়তন। অনেকে ফ্লোরে বসেও সিনেমাটি উপভোগ করেন।

Dhaka Post

এই প্রদর্শনীতে সিনেমাটির অন্যতম পরিচালক, প্রযোজক ও লেখক সানী সানোয়ার উপস্থিত ছিলেন। তিনিও একই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র। তিনি বলেন, “জাবি হচ্ছে আমার নিজের ঘর। এখানে কতশত স্মৃতি জড়িয়ে। আমার প্রথম পরিচালিত সিনেমা ‘মিশন এক্সট্রিম’ নিজের বিশ্ববিদ্যালয়ে প্রদর্শনের অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না! ছোট-ভাই বোনরা যেভাবে ভালোবাসা দেখিয়েছে, সত্যিই আমি বাকরুদ্ধ।’’

সানী সানোয়ারের সঙ্গে যৌথভাবে সিনেমাটি পরিচালনা করেছেন ফয়সাল আহমেদ। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। এছাড়াও আছেন তাসকিন রহমান, জান্নাতুল ফেরদৌস ঐশী, সাদিয়া নাবিলা ও সুমিত সেনগুপ্ত।

কপ ক্রিয়েশনের ব্যানারে নির্মিত সিনেমাটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন- রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, মাজনুন মিজান, ইরেশ যাকের, মনোজ প্রামাণিক, আরেফ সৈয়দ, সুদীপ বিশ্বাস দীপ, রাশেদ মামুন অপু, এহসানুল রহমান, দীপু ইমামসহ অনেকে।

কেআই

Link copied