বিএসএমএমইউতে শিক্ষক সমিতি ও ডিন নির্বাচন হবে : উপাচার্য

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) তৃতীয় শ্রেণি কর্মচারী কল্যাণ সমিতি নির্বাচনের শুভ উদ্বোধন করা হয়েছে। একইসঙ্গে শিগগিরই বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ও ডিন নির্বাচনও দেওয়া হবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
আজ বুধবার সকালে বিএসএমএমইউয়ের বটতলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে নির্বাচনের উদ্বোধন করেন অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
এ সময় উপাচার্য বলেন, আজকের তৃতীয় শ্রেণির কর্মচারীদের নির্বাচনের যে উদ্যম ও উৎসাহ দেখতে পাচ্ছি, তাতে আমি মনে করি, বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের গতি আরও বেড়ে যাবে। কাজের গতি বেগবান করার জন্য আমরা ৭০০ জন কর্মচারীকে নিয়মিত করেছি। অতএব প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রত্যাশা পূরণে আগের তুলনায় সবাইকে কাজ দ্বিগুন করতে হবে।
তিনি বলেন, নির্বাচনে ভোটদান শেষে যার যার কাজে ফিরে রোগীদের সেবা করতে হবে। রোগীর সেবার কাজে যেন কোনো বাধার সৃষ্টি না হয়।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ নির্বাচনী কেন্দ্র অতিথিদের নিয়ে পরিদর্শন করেন। এ সময় তার সাথে বিশ্ববিদ্যালয়টির প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান (দুলাল), সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক ডা. মো. ফারুক হোসেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পিএস সহযোগী অধ্যাপক ডা. মো. রাসেল, তৃতীয় শ্রেণি কর্মচারী কল্যাণ সমিতি নির্বাচন-২২ এর প্রধান নির্বাচন কমিশনার সহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন।
টিআই/এনএফ