ইনসেপ্টা ফার্মা পরিদর্শন করলেন সুইস রাষ্ট্রদূত

দেশের স্বনামধন্য ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের জয়েন্ট ভেঞ্চার (যৌথ মূলধনী প্রতিষ্ঠান) সুইস বায়োহাইজেনিক ইকুইপমেন্টের প্রধান কার্যালয় পরিদর্শন করেছেন বাংলাদেশস্থ সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো র্যাংগলি এবং সুইজারল্যান্ডের বাংলাদেশস্থ পলিটিকাল, ইকোনমিক ও কালচারাল অ্যাফেয়ার কাউন্সিলর ইরোস রব্বিয়ানি।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের তেজগাঁওয়ের কার্যালয় পরিদর্শন করেন তিনি। এসময় তাদেরকে স্বাগত জানান ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের ভাইস চেয়ারম্যান হাসনিন মুক্তাদির।
পরিদর্শনকালে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের পক্ষ থেকে সুইস বায়োহাইজেনিক ইকুইপমেন্টের ম্যানেজিং ডিরেক্টর মোসাদ্দেক মাহমুদ রিজওয়ান ‘সুইস বায়োহাইজেনিক ইকুইপমেন্ট’ উৎপাদিত পণ্য প্রস্তুত ও গুনগত মান সম্পর্কে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন। এরপর রাষ্ট্রদূতের সাথে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান এক সভায় মিলিত হয়ে সুইস বায়োহাইজেনিক ইকুইপমেন্ট সম্পর্কে ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন এবং দু’দেশের মধ্যে আরও দৃঢ় ও বৈচিত্র্যপূর্ণ ব্যবসায়িক অংশীদারিত্বের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসেরর ভাইস চেয়ারম্যান এবং ডিরেক্টর অব (এসবিই) বোর্ড মেম্বার হাসনিন মুক্তাদির, ডিজিএম (প্রশাসন) জাহিদুল আলম, সুইস বায়োহাইজেনিক ইকুইপমেন্টের ম্যানেজিং ডিরেক্টর মোসাদ্দেক মাহমুদ রিজওয়ানসহ অন্যান্যরা।
উল্লেখ্য, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস, সুইজারল্যান্ডের বায়োইঞ্জিনিয়ারিং এবং জার্মানির এএমএস টেকনোলজি -এই স্বনামধন্য তিনটি কোম্পানির যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত সুইস বায়োহাইজেনিক ইকুইপমেন্ট বিগত ২০১৩ সাল থেকে দেশে প্রথমবারের মতো বায়োহাইজেনিক ইকুইপমেন্ট প্রস্তুত করা শুরু করেছে।
টিআই/এমএ