বার্ন ইনস্টিটিউটে ইন্টার্নশিপের সুযোগ পাবেন ঢাবির ৪ বিভাগের শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারটি বিভাগের শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপের নতুন দ্বার খুলেছে। এখন থেকে বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি, ফুড অ্যান্ড নিউট্রিশন, ক্লিনিক্যাল সাইকোলজি এবং পাবলিক হেলথ (মাস্টার্স) প্রোগ্রামের শিক্ষার্থীরা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ইন্টার্নশিপ করার সুযোগ পাবেন।
মঙ্গলবার (২৪ জুন) ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মো. নাসির উদ্দিনের সঙ্গে শিক্ষার্থীদের আলোচনা শেষে তিনি এ বিষয়ে আনুষ্ঠানিক সম্মতি দিয়েছেন। এতে করে সংশ্লিষ্ট বিভাগগুলোর শিক্ষার্থীরা হাতেকলমে প্রশিক্ষণ ও বাস্তব অভিজ্ঞতা অর্জনের বিরল সুযোগ পাবেন।
এ প্রসঙ্গে অধ্যাপক ডা. নাসির উদ্দিন বলেন, শুধু বইয়ের জ্ঞান দিয়ে ভালো পেশাদার তৈরি হয় না। বাস্তব প্রশিক্ষণ থাকলে শিক্ষার্থীরা বাস্তবতা বুঝে আরও বেশি দক্ষ হয়ে উঠবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের ইনস্টিটিউটে ইন্টার্নশিপ করলে তারা হাসপাতালের বাস্তব চিকিৎসা পরিবেশ, রোগীর মনস্তত্ত্ব, পুষ্টি ও জনস্বাস্থ্য ব্যবস্থার জটিলতা খুব কাছ থেকে অনুধাবন করতে পারবে। এ উদ্যোগকে আমরা আন্তরিকভাবে স্বাগত জানাই এবং সব ধরনের সহযোগিতা দিতে আমরা প্রস্তুত।
আরও পড়ুন
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন। বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার মোহাম্মদ ইয়ামিন বলেন, লাস্ট সেমিস্টারে এসে আমরা ইন্টার্নশিপ নিয়ে অনেক দুশ্চিন্তায় থাকি। ভালো প্রতিষ্ঠানে জায়গা পাওয়া কষ্টকর। জাতীয় বার্ন ইনস্টিটিউটের মতো জায়গায় এ সুযোগ পাওয়া সত্যিই আমাদের জন্য বড় স্বস্তির খবর। এখানে বাস্তব অভিজ্ঞতা নিতে পারব, যা আমাদের ভবিষ্যৎ ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের জন্যও সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে ইন্টার্নশিপের সুযোগ তৈরি করতে কাজ চলছে। আশা করা হচ্ছে, আগামী দিনে আরও বিভাগে এ সুযোগ সম্প্রসারণ হবে।
প্রসঙ্গত, শেষ সেমিস্টারে ইন্টার্নশিপ প্লেসমেন্ট নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক চাপ ও অনিশ্চয়তা দেখা দেয়। এ উদ্যোগ সেই চাপ কমিয়ে বাস্তব শিক্ষার সুযোগ বাড়াবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
টিআই/এসএসএইচ