চাঁদাবাজমুক্ত ক্যাম্পাসসহ ৩ দাবিতে সলিমুল্লাহ শিক্ষার্থীদের মানববন্ধন

চাঁদাবাজ ও বহিরাগত দখলদারদের হাত থেকে মুক্ত নিরাপদ ক্যাম্পাস, পর্যাপ্ত নিরাপত্তা এবং প্রশাসনের পক্ষ থেকে স্থায়ী সমাধান পরিকল্পনার দাবিতে মানববন্ধন করেছেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।
রোববার (১৩ জুলাই) বেলা ১১টায় কলেজ চত্বরে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন এমবিবিএস ৪৯তম থেকে ৫৩তম ব্যাচ এবং বিডিএস ১০ থেকে ১৩তম ব্যাচের শিক্ষার্থীরা।
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, মিটফোর্ড হাসপাতাল ও এর আশপাশে দীর্ঘদিন ধরে বহিরাগতদের দাপট, চাঁদাবাজি, হুমকি এবং অশোভন আচরণের শিকার হচ্ছেন তারা। বারবার অভিযোগ জানানো সত্ত্বেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তারা।
মানববন্ধনে শিক্ষার্থীরা ‘চাঁদাবাজের ঠিকানা মিটফোর্ডে হবে না’, ‘জুলাই টু জুলাই লড়বো আমরা সবাই’, ‘নিরাপত্তা চাই, অন্য কিছু নয়’, ‘ভবিষ্যৎ রক্ষা চাই—শিক্ষার পরিবেশ ফেরাও’—এমন নানা স্লোগান দেন।
হাসিব নামক এক শিক্ষার্থী বলেন, আমরা এখানে ডাক্তার হতে এসেছি, আতঙ্কে দিন কাটাতে না। বারবার বলার পরও কেন প্রশাসন নিরব, সেটা আমাদের বোধগম্য নয়।
আরেকজন বলেন, এক বছর ধরে আন্দোলন করছি। প্রশাসনের পক্ষ থেকে শুধু আশ্বাস আসে, কিন্তু বাস্তবে কোনো পরিবর্তন চোখে পড়ে না। এবারও যদি দ্রুত পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে আমরা ক্লাস-পরীক্ষা বর্জনসহ আরও কঠোর কর্মসূচিতে যাব।
শিক্ষার্থীদের তিন দফা দাবি
১. মিটফোর্ড এলাকায় সক্রিয় চাঁদাবাজ ও বহিরাগতদের চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নিতে হবে।
২. ক্যাম্পাস ও সংশ্লিষ্ট এলাকায় পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
৩. প্রশাসনের পক্ষ থেকে সমস্যার স্থায়ী সমাধানে লিখিত পরিকল্পনা দিতে হবে।
এর আগে, রোববার (১১ জুলাই) নিরাপত্তাহীন পরিবেশের প্রতিবাদে একদিনের কর্মবিরতির ঘোষণা দেন মিটফোর্ড হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। তারা স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের চলমান আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন এবং ক্যাম্পাস ও হাসপাতাল নিরাপদ না হওয়া পর্যন্ত পর্যবেক্ষণমূলক কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
ইন্টার্ন ডক্টরস সোসাইটি (আইডিএস), মিটফোর্ড হাসপাতাল শাখা এক বিবৃতিতে জানায়, পরিস্থিতি বিবেচনায় আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব, ইনশাআল্লাহ।
তবে, কলেজ প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
টিআই/জেডএস