কাগজের ফাইল ছাড়ছে বিএমইউ, শুরু হলো পেপারলেস কার্যক্রম

কাগজভিত্তিক ফাইল, হাতে হাতে বিল আদায় ও দীর্ঘ প্রশাসনিক প্রক্রিয়া থেকে বেরিয়ে ডিজিটাল ব্যবস্থার দিকে এগোচ্ছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)। পেপারলেস কার্যক্রম বাস্তবায়ন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তিনির্ভর সেবা নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রোগ্রামের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে বিশ্ববিদ্যালয়টি।
বুধবার (২৮ জানুয়ারি) রাজধানীর শহীদ ডা. মিল্টন হলে আয়োজিত এক অনুষ্ঠানে এই সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।
অনুষ্ঠানে বিএমইউতে পেপারলেস প্রশাসনিক কার্যক্রম চালু, ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা বাস্তবায়ন এবং ভবিষ্যতে রোগীদের স্বাস্থ্যসংক্রান্ত তথ্য ডিজিটালি সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। বিএমইউর রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, মেডিসিন অনুষদের ডীন অধ্যাপক ডা. শামীম আহমেদ এবং ডেন্টাল অনুষদের ডীন ডা. সাখাওয়াত হোসেন।
এছাড়া এটুআই প্রোগ্রামের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, সমঝোতা স্মারকের আওতায় বিএমইউর চিকিৎসা সেবা, শিক্ষাদান ও গবেষণা কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট সব ধরনের ফি ও বিল আদায়ে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা চালু করা হবে। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েব পোর্টাল ও সেবাসংশ্লিষ্ট সিস্টেমগুলোকে এটুআই প্রোগ্রামের সমন্বিত পেমেন্ট প্ল্যাটফর্ম ‘একপে’-এর সঙ্গে যুক্ত করা হবে।
এর মাধ্যমে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস, ডিজিটাল ওয়ালেট, অনলাইন ব্যাংকিং, ডেবিট ও ক্রেডিট কার্ড, এজেন্ট ব্যাংকিং কিংবা শাখা ব্যাংকিংয়ের মাধ্যমে যে কোনো সময়, যে কোনো স্থান থেকে ফি ও বিল পরিশোধ করতে পারবেন সেবাগ্রহীতারা।
এতে করে বিএমইউর আর্থিক লেনদেনে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একইসঙ্গে ক্যাশলেস ব্যবস্থার বাস্তবায়ন সহজ হবে এবং প্রশাসনিক কার্যক্রমে সময় ও খরচ কমবে বলেও জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
টিআই/এমএসএ