ইউক্রেনে রুশ বাহিনীর কৌশল নিয়ে ‘হতাশ’ কাদিরভ

ইউক্রেনে চলমান অভিযানে রুশ বাহিনীর গৃহীত রণকৌশল নিয়ে খেদ প্রকাশ করেছেন রাশিয়ার উত্তর ককেশাস পার্বত্য এলাকার স্বায়ত্বশাসিত অঞ্চল চেচনিয়ার নেতা রমজান কাদিরভ। রুশ সেনাবাহনী যে কৌশলে এগোচ্ছে, তাতে অভিযানের সাফল্য নিয়েও শঙ্কা জানিয়েছেন তিনি।
রোববার সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে এক পোস্টে তিনি লেখেন, ‘আমি নিজে বহু যুদ্ধে অংশ নিয়েছি, সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধনীতি ও যুদ্ধকৌশল প্রস্তুত করেছি। পরিস্থিতি যা দেখছি, আমার অভিজ্ঞতায় মনে হচ্ছে, ইউক্রেনে রুশ বাহিনী খুবই ধীর গতিতে এগোচ্ছে। যদি এভাবেই তারা এগোতে থাকে—তাহলে আমার মতে, এই অভিযানের সাফল্য দীর্ঘস্থায়ী হবে না।’
অভিযান সফল করতে রুশ বাহিনীকে পরামর্শও দিয়েছেন ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ এই চেচেন নেতা। টেলিগ্রাম পোস্টে এ সম্পর্কে তিনি বলেন, ‘এখন সময় এসেছে দৃঢ় সিদ্ধান্তে আসার এবং ইউক্রেনের সব অঞ্চলে সর্বাত্মক ও সাঁড়াশি অভিযান শুরু করার।’
শনিবার এক ভিডিওবার্তায় রমজান কাদিরভ জানিয়েছিলেন, ইউক্রেনে চলমান অভিযানে রুশ বাহিনীকে সহায়তা করতে চেচেন যোদ্ধাদের একটি দল যোগ দিয়েছে এবং ইতোমধ্যে তারা ইউক্রেনের একটি সামরিক স্থাপনা নিজেদের দখলে নিয়েছে।
ভিডিওবার্তায় তিনি বলেন, ‘চেচেন যোদ্ধারা ইউক্রেনে চলামান অভিযানে রুশ বাহিনীর সঙ্গে একাত্মতা ঘোষণা করে যোগ দিয়েছে। তারা ইউক্রেনের বিভিন্ন শহরে রুশ বাহিনীর সঙ্গে যৌথভাবে অভিযানে অংশ নেবে এবং তাদের নির্দেশ দেওয়া হয়েছে, যতদূর সম্ভব হত্যা এড়িয়ে চলতে।
তিনি আরও বলেন, ‘ইউক্রেন প্রশ্নে প্রেসিডেন্ট (পুতিন) সঠিক সিদ্ধান্ত নিয়েছেন এবং আমরা অবশ্যই তার নির্দেশ মেনে চলব, যে কোনো পরিস্থিতিতে।’
ঠিক কতজন চেচেন যোদ্ধা রুশ বাহিনীতে যোগ দিয়েছেন, ভিডিবার্তায় তা বলেননি কাদিরভ; তবে দেশটির রাষ্ট্রায়ত্ব টেলিভিশন চ্যানেল আরটি জানিয়েছে ১২ হাজারের কিছু বেশি যোদ্ধা বর্তমানে রুশ বাহিনীতে আছেন।
রাশিয়ার যেসব আঞ্চলিক নেতা পুতিনের সবচেয়ে ঘনিষ্ঠ, রমজান কাদিরভ তাদের মধ্যে অন্যতম। রাশিয়ায় তিনি ‘পুতিনের পদাতিক সৈনিক’ নামেও পরিচিত।
সূত্র: আল আরাবিয়া নিউজ
এসএমডব্লিউ