ইউক্রেন যুদ্ধের ধাক্কা, এশিয়ায় তেলের দাম বাড়াল সৌদি

ইউক্রেন যুদ্ধের আবহে এশিয়ার বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বৃদ্ধির ঘোষণা দিয়েছে মধ্যপ্রাচ্যের শীর্ষ তেল উৎপাদনকারী দেশ সৌদি আরব। দেশটির রাষ্ট্রায়ত্ত তেল উৎপাদনকারী কোম্পানি আরামকো আগামী এপ্রিল মাসের জন্য ক্রুড গ্রেডের সব তেলের দাম নতুন করে নির্ধারণ করেছে বলে শনিবার খবর দিয়েছে রয়টার্স।
এশিয়ায় বিক্রি করা সব ধরনের অপরিশোধিত গ্রেডের অফিসিয়াল বিক্রয় মূল্য (ওএসপি) এপ্রিলের জন্য বাড়ানো হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে আরামকো। বিশ্বের শীর্ষ এই রফতানিকারক দেশটি গত মার্চের তুলনায় আরব লাইট ক্রুডের দাম ব্যারেল প্রতি ৪ দশমিক ৯৫ ডলার বৃদ্ধি করেছে।
আরব লাইটের ওএসপি উত্তর-পশ্চিম ইউরোপে আইসিই ব্রেন্টের বিপরীতে ব্যারেল প্রতি ১ দশমিক ৬০ ডলারে নির্ধারণ করা হয়েছে। মার্চের তুলনায় প্রতি ব্যারেলে ১ দশমিক ৭০ ডলার এবং মার্কিন যুক্তরাষ্ট্রের এএসসিআইয়ের (আর্গাস সোর ক্রুড ইনডেক্স) তুলনায় ব্যারেল প্রতি ৩ দশমিক ৪৫ ডলার বাড়ানো হয়েছে; যা তার আগের মাসের তুলনায় ১ ডলার বেশি।
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের জেরে পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে জ্বালানি ক্রয়-বিক্রয় এবং পরিবহনে বিশ্বজুড়ে ব্যাপক সংকট তৈরি হয়েছে। যে কারণে এশিয়ার বাজারে এপ্রিলে দাম দ্রুত বৃদ্ধি পাবে বলে প্রত্যাশা করা হচ্ছিল।