পানীয়র ফ্লেভার কী, জানতে সুপ্রিম কোর্টে

শীত শেষে পড়ছে গরম। আর এ গরমে সবারই চোখ থাকে শীতল পানীয়তে, যা সামান্য সময়ের জন্য হলেও স্বস্তি দেয় গরমের হাত থেকে। পানীয় হিসেবে নিম্বুজকে অনেকেই চেনেন। লেবুর স্বাদের এ পানীয় বেশ জনপ্রিয়।
নিম্বুজ ফ্রুট জুস নাকি লেমোনেড - সেই বিতর্ক গড়াল সুপ্রিম কোর্ট পর্যন্ত। দায়ের হওয়া একটি পিটিশনের ভিত্তিতে ভারতের শীর্ষ আদালতে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সেই সঙ্গে কত পরিমাণ শুল্ক ধার্য করা হবে এ বাণিজ্যিক সামগ্রীর ওপর, তাও নির্ধারিত হবে।
‘আরাধনা ফুডস’ নামের এক সংস্থা পিটিশন দায়ের করে সুপ্রিম কোর্টে। তাদের দাবি ছিল, এটিকে ফলের রস বলে যে দাবি করা হচ্ছে তা ঠিক নয়। এপ্রিলে সুপ্রিম কোর্টে বিচারপতি এমআর শাহ ও বিভি নাগরত্নের বেঞ্চে মামলাটির শুনানি হবে পিটিশনের।
নিম্বুজের গোত্র নিয়ে ২০১৫ সাল থেকেই বিতর্কের সূচনা। ২০১৩ সালে প্রথম বার বাজারজাত করা হয়েছিল এ কোমল পানীয়টি। প্রস্তুতকারী সংস্থার দাবি ছিল, এটি লেবুর রস। কিন্তু বছর দুয়েকের মধ্যেই প্রশ্ন ওঠে এর গোত্র নিয়ে। ‘আরাধনা ফুডস’ নামের সংস্থাটি দাবি করে, এটি লেমোনেড। ফ্রুট জুস তথা ফলের রস নয়।
তখন একটি মামলা ওঠে এলাহাবাদ হাইকোর্টে। গত বছরের নভেম্বরে বিচারপতি দিলীপ গুপ্ত ও পি ভেঙ্কট সুব্বা রাওয়ের বেঞ্চ জানিয়ে দেন, এটি ফলের রসই। এরপরই সে রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় ওই সংস্থা। যার শুনানি হতে চলেছে এপ্রিলে। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট কী রায় দেন, সেটিই দেখার বিষয়।
আরএইচ
