সু চির বিরুদ্ধে দ্বিতীয় অভিযোগ দায়ের

মিয়ানমারের ক্ষমতাচ্যুত ও বন্দি নেত্রী অং সান সু চির বিরুদ্ধে আরও একটি অভিযোগ দায়ের করেছে দেশটির পুলিশ। এবার তার বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে মিয়ানমারের জাতীয় দুর্যোগ সংক্রান্ত আইনে। এ তথ্য জানিয়েছেন সু চির আইনজীবী। খবর বার্তা সংস্থা রয়টার্স।
গত ফেব্রুয়ারির প্রথম দিনে সু চি কে ক্ষমতাচ্যুত করে মিয়ানমারের জেনারেলরা। এরপর তার বিরুদ্ধে প্রথম যে অভিযোগটি এনে তাকে প্রথমে ১৪ দিনের ও পরে তা বাড়িয়ে ১৬ দিনের রিমান্ডে নেওয়া হয় সেটি আমদানি-রপ্তানি আইন লঙ্ঘনের অভিযোগে।
আমদানি-রপ্তানি আইন লঙ্ঘন করে বাড়িতে ওয়াকি-টকি রাখার কারণে তার বিরুদ্ধে প্রথম অভিযোগটি আনা হয়েছিল। এবার জাতীয় দুর্যোগ আইন লঙ্ঘনের কারণে তার বিরুদ্ধে অভিযোগ আনা হলেও ঠিক কী বিষয়ে বা আইনের কী লঙ্ঘনের কারণে এই অভিযোগ আনা হয়েছে তা জানানো হয়নি।
সু চির আইনজীবী জানিয়েছেন, চলতি সপ্তাহেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে সু চি আদালতে হাজিরা দেবেন। কিন্তু তার আইনজীবী সেখানে থাকতে পারবেন না। কারণ তাদেরকে ‘পাওয়ার অব অ্যাটর্নি’ দেওয়া হয়নি। এদিকে তার মুক্তির দাবিতে টানা দ্বিতীয় সপ্তাহের মতো মিয়ানমারে বিক্ষোভ চলছে।
সু চির স্বাস্থের বিষয়ে জিজ্ঞেস করা হলে তার আইনজীবী খিন মাউং জাও বলেন, ‘কোনো সংবাদই ভালো সংবাদ নয়। আমরা এখনো কোনো ভাল অথবা খারাপ সংবাদ পাইনি।’ আদালতে পরবর্তী শুনানি আগামী এক মার্চ বলেও এ সময় জানান তিনি।
এএস