যুক্তরাজ্যে করোনার নতুন ধরন, ‘নিবিড় যোগাযোগ’ রাখছে ডব্লিউএইচও

যুক্তরাজ্যে মহামারি করোনাভাইরাসের নতুন একটি ধরন শনাক্ত হওয়ার পর এ বিষয়ে বিশদভাবে জানতে দেশটির সরকারি কর্মকর্তাদের সঙ্গে ‘নিবিড় যোগাযোগ’ রাখছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
ভাইরাসের নতুন এই ধরনটির বৈশিষ্ট বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্যভূক্ত রাষ্ট্রসমূহ এবং জনগনকে জানাতেই এই যোগাযোগ করা হচ্ছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে এক টুইটার বার্তায় এ তথ্য জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে, ভাইরাসের এই অভিযোজন বা মিউটেশন সম্পর্কে যুক্তরাজ্যে যে গবেষণা চলছে, সে বিষয়ক তথ্য এবং ভাইরাসের নতুন এই ধরনটির বৈশিষ্ট বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্যভূক্ত রাষ্ট্রসমূহ এবং জনগনকে জানাতেই এই যোগাযোগ করা হচ্ছে।
অপেক্ষাকৃত দ্রুতগতিতে ছড়ালেও তা এর মূল ধরনটির চেয়ে অধিকমাত্রায় বিপজ্জনক কিনা তা এখনো প্রমাণিত হয়নি
করোনাভাইরাসের নতুন এই ধরনটি এর মূল ধরনের চেয়ে অপেক্ষাকৃত দ্রুতগতিতে ছড়ালেও তা এর মূল ধরনটির চেয়ে অধিকমাত্রায় বিপজ্জনক কিনা তা এখনো প্রমাণিত হয়নি। প্রতিষেধক বা টিকার ক্ষেত্রে মূল ভাইরাস থেকে এর আচরণ পৃথক কিনা— তা ও প্রমাণ করা যায়নি এখনো।
সংক্রমণ নিয়ন্ত্রণে ইতোমধ্যে লন্ডনসহ ইংল্যান্ডের দক্ষিণপূর্ব অঞ্চলে কঠিন বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে যুক্তরাজ্য সরকার। ইউরোপের অপর একটি দেশ নেদারল্যান্ডসে এক ব্যাক্তির দেহে এই ভাইরাস শনাক্ত হওয়ায় আগামী ১ জানুয়ারি পর্যন্ত যুক্তরাজ্যের সব ধরনের ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে নেদারল্যান্ডস সরকার।
এক সংবাদ সম্মেলনে ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন যদিও বলেছেন ভাইরাসের নতুন এই ধরনটি তার মূল ধরনের চেয়ে ৭০ শতাংশ বেশি ছোঁয়াচে বা সংক্রামক, তবে বিশেষজ্ঞরা বলছেন মানুষের মৃত্যুহার বাড়িয়ে দেওয়ার ক্ষমতা এর বেশি কী না সে বিষয়ক কোনো তথ্য এখনো পাওয়া যায়নি।
নতুন এই ধরন আরও দ্রুত ছড়াতে পারে বলে জানিয়েছেন দেশটির প্রধান চিকিৎসা কর্মকর্তা ক্রিস উয়িটি
এ ছাড়া করোনাভাইরাসের প্রতিষেধক বা টিকা এই নতুন এই ধরনটির ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হবে কিনা, এটাও প্রমাণিত হয়নি।
ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক সতর্ক করে বলেছেন, করোনাভাইরাসটির নতুন মিউট্যান্ট স্ট্রেন ‘নিয়ন্ত্রণের বাইরে’ রয়েছে এবং যতদিন না কোনও টিকা সবাইকে না দেওয়া হয় ততদিন ইংল্যান্ডের কিছু অংশ বিধিনিষেধের নতুন সর্বোচ্চ স্তরে আটকে থাকবে।

যুক্তরাজ্যে শনাক্ত কোভিড-১৯ এর নতুন এই ধরন আরও দ্রুত ছড়াতে পারে বলে জানিয়েছেন দেশটির প্রধান চিকিৎসা কর্মকর্তা ক্রিস উয়িটি।
তবে অধ্যাপক হুইটি এ প্রসঙ্গে বলেন, ‘সংক্রমণের বর্তমান চিত্র পরিস্থিতিকে আরও খারাপ করে তুলেছে সন্দেহ নেই, তবে আশার কথা হচ্ছে খুব দ্রুত টিকা আমাদের হাতের নাগালে আসছে এবং একবার টিকা প্রয়োগ শুরু হলে ভাইরাসের এই ধরনটির সম্পর্কে ধারণাগত বা অনুমাননির্ভর যেসব কথাবার্তা হচ্ছে তা বন্ধ হবে।’
সূত্র: বিবিসি
এসএমডব্লিউ/এএস