ব্রাউন বিশ্ববিদ্যালয়ে হামলার জেরে গ্রিনকার্ড লটারি স্থগিত করলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ড অঙ্গরাজ্যের ব্রাউন বিশ্ববিদ্যালয়ে বন্দুক হামলার জেরে গ্রিন কার্ড লটারি স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন। মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েম এক এক্সবার্তায় এ তথ্য জানিয়েছেন।
এক্সবার্তায় নোয়েম বলেছেন, “ব্রাউন বিশ্ববিদ্যালয়ে হামলাকারী ক্লডিও ম্যানুয়েল নেভেস ভ্যালেন্টি ২০১৭ সালে ডাইভার্সিটি লটারি ইমিগ্রান্ট ভিসা প্রোগ্রামের (ডিভি ১ ভিসা) আওতায় যুক্তরাষ্ট্রে প্রবেশ ও গ্রিনকার্ড পেয়েছিলেন। যে জঘন্য কাজ তিনি করেছেন, তা আমাদের দেশে একেবারেই গ্রহণযোগ্য নয়।”
— Secretary Kristi Noem (@Sec_Noem) December 19, 2025
“২০১৭ সালে নিউইয়র্ক সিটিতে ভয়াবহ ট্রাক হামলার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডিভি ১ ভিসা কর্মসূচি বন্ধের জন্য রীতিমতো লড়াই করেছেন। কারণ ওই হামলাকারী ছিল একজন আইএস জঙ্গি এবং ডিভি ১ ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করে হামলা চালিয়েছিল।”
“ব্রাউন বিশ্ববিদ্যালয়ে হামলার পর প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশ অনুযায়ী যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয় গ্রিন কার্ড লটারি কর্মসূচি স্থগিত করেছে। পরবর্তী আদেশ আসার আগ পর্যন্ত এটি স্থগিত থাকবে।”
প্রসঙ্গত, গত ১৩ ডিসেম্বর রোড আইল্যান্ডের প্রভিডেন্স শহরে ব্রাউন বিশ্ববিদ্যালয়ে বন্দুক হামলা চালিয়ে ২ জন শিক্ষার্থীকে এবং এক অধ্যাপককে হত্যা করেন। এছাড়া গুরুতর আহত হন আরও ৯ জন। পরের দিন বৃহস্পতিবার তাকে গুলির আঘাতে মৃত অবস্থায় উদ্ধার করে পুলিশ। পরে তদন্তে জানা যায়, হামলাকারী ক্লডিও ম্যানুয়েল নেভেস ভ্যালেন্টি ডিভি ১ ভিসায় পর্তুগাল থেকে যুক্তরাষ্ট্রে এসে ২০১৭ সালে গ্রিনকার্ড পেয়েছিলেন।
যুক্তরাষ্ট্রে বৈধভাবে বসবাস ও কাজ করার অনুমোদনপত্রের নাম গ্রিনকার্ড। প্রতি বছর লাখ লাখ অভিবাসী গ্রিনকার্ডের জন্য আবেদন করেন। এসব আবেদনের বিপরীতে প্রতি বছর শেষের দিকে মাত্র ৫০ হাজার মানুষকে গ্রিনকার্ড প্রদান করে যুক্তরাষ্ট্রের সরকার। কাদের গ্রিনকার্ড প্রদান করা হবে, তা নির্ধারণ করা হয় লটারির মাধ্যমে। যারা বাদ পড়েন, তাদের অপেক্ষা করতে হয় পরবর্তী বছরের জন্য।
যদি চলতি বছর এই লটারি না হয়, তাহলে বড় ধরনের জটে পড়বেন আবেদনকারীরা।
সূত্র : এএফপি
এসএমডব্লিউ