টেক্সাসে বিদ্যুৎ বিপর্যয়ের দায় নিয়ে চার কর্মকর্তার পদত্যাগ

স্মরণকালের ভয়াবহ তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের লাখ লাখ মানুষ প্রায় সপ্তাহখানেক ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ার দায় নিয়ে পদত্যাগ করেছেন সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগের চার কর্মকর্তা। স্থানীয় সময় বুধবার (২৪ ফেব্রুয়ারি) থেকেই তাদের পদত্যাগ কার্যকর হবে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
চলতি মাসের মাঝামাঝি সময়ে তুষারঝড়ের কারণে ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ে পড়ে টেক্সাস অঙ্গরাজ্য। সেসময় রাজ্যটির দুই কোটি ৬০ লাখেরও বেশি মানুষ ছিলেন বিদ্যুৎহীন অবস্থায়। বিদ্যুৎ সংকটের পাশাপাশি খাবার পানীয় সংকটের কারণে মারা যান কমপক্ষে ৮০ জন।

আলজাজিরা জানিয়েছে, দীর্ঘসময় ধরে বিদ্যুৎ বিপর্যয়ের দায় নিয়ে ইলেক্ট্রিক রিলায়েবিলিটি কাউন্সিল অব টেক্সাসের (ইআরসিওটি) চারজন বোর্ড সদস্য পদত্যাগ করার সিদ্ধান্ত নেন। তাদের এই পদত্যাগ বুধবার থেকেই কার্যকর হবে। বিদ্যুৎ বিপর্যয়ের বিষয়ে টেক্সাসের আইনপ্রণেতারা শুনানিতে বসার একদিন আগে এই সিদ্ধান্ত নিলেন তারা।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ের পর তীব্র সমালোচনার মুখে পড়ে ইআরসিওটি। এরপরই পদত্যাগ করলেন ওই ঊর্ধ্বতন কর্মকর্তারা। পদত্যাগকারী কর্মকর্তাদের মধ্যে বিদ্যুৎ বোর্ডের চেয়ারম্যানও রয়েছেন। টেক্সাসের বিদ্যুৎ সঞ্চালনের দায়িত্বে থাকলেও তিনি বসবাস করতেন মূলত অঙ্গরাজ্যটির বাইরে।

টেক্সাসের পাবলিক ইউটিলিটি কমিশনের কাছে লেখা যৌথ পদত্যাগপত্রে ওই চার কর্মকর্তা বলেন, বিদ্যুৎ বিপর্যয় হ্রাস এবং ভবিষ্যৎ দিকনির্দেশনার বিষয়ে অঙ্গরাজ্যের নেতাদের মুক্ত ভাবে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ করে দিতেই পদত্যাগ করছেন তারা। পাবলিক ইউটিলিটি কমিশন ইআরসিওটি’র কাজের দেখাশোনা করে।
ভয়াবহ এই বিদ্যুৎ বিপর্যয়ের ঘটনায় অবশ্য ইআরসিওটি’কেই দোষারোপ করেছেন টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট। সংস্থার চার কর্মকর্তার পদত্যাগকে স্বাগতও জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, তুষারঝড়ে শুধু টেক্সাস নয় যুক্তরাষ্ট্রের অনেক রাজ্যে জটিল পরিস্থিতির তৈরি হয়। তুষারঝড়ের কারণে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় কিছু রাজ্যে নিরাপদ ও সুপেয় পানির সংকটও দেখা দেয়।
সূত্র: আলজাজিরা
টিএম