এবার তৃণমূলে যোগ দিলেন বিজেপি এমপির স্ত্রী

তৃণমূল কংগ্রেসের সাবেক হেভিওয়েট নেতা শুভেন্দু অধিকারীর দল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার দুই দিনের মাথায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির নেতা ও বিষ্ণুপর আসনের লোকসভার সাংসদ সৌমিত্র খাঁ এর স্ত্রী সুজাতা মন্ডল।
সোমবার সকালে কলকাতায় তৃণমূল ভবনে তার যোগদানের আনুষ্ঠনিকতা সম্পন্ন হয়। এ সময় নতুন সদস্য সুজাতা মন্ডলের হাতে দলের পতাকা তুলে দেন তৃণমূল কংগ্রেসের জেষ্ঠ্য নেতা এবং সাংসদ সৌগত রায়।
এদিকে স্ত্রী বিরোধী শিবিরে যোগ দেওয়ার অব্যবহিত পরই তাকে ডিভোর্স নোটিশ পাঠিয়েছেন সৌমিত্র খাঁ।
বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার কারণ হিসেবে তৃণমূল ভবনে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সুজাতা বলেন, ‘আমি সবসময় চ্যালেঞ্জ নেওয়া পছন্দ করি। বিজেপিতে আমি চ্যালেঞ্জ নিয়েই গেছিলাম। কিন্তু বিজেপি কখনো আমাকে আমার প্রাপ্য সম্মান দেয়নি’।
বিজেপি ছেড়ে সদ্য তৃণমূলে যোগ দেওয়া এই নারীনেত্রী আরও বলেন, ‘অনেকেই বলছেন তৃণমূলের এখন খারাপ সময়। কিন্তু আমি বলছি তৃণমূলের সুদিন আসছে। আমি নিঃশ্বাস নিতে চাই,সম্মান পেতে চাই। যোগ্য দলে যোগ্য নেতার কর্মী হয়ে কাজ করতে চাই’।
এর আগে শনিবার বিজেপিতে যোগ দেন তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী নেতা এবং প্রায় প্রতিষ্ঠাকালীন সদস্য শুভেন্দু অধিকারী। তাকে ‘সুযোগ সন্ধানী’ বলে উল্লেখ করে সুজাতা মন্তব্য করেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার উচ্চাকাঙ্খা থেকেই দল বদল করেছেন শুভেন্দু।
শুভেন্দুর নাম উল্লেখ না করে এ প্রসেঙ্গে তিনি বলেন, ‘উড়ে এসে জুড়ে বসারাই এখন বিজেপিতে মান মর্যাদা পাচ্ছেন। মুখ্যমন্ত্রীর টোপ দেওয়া হচ্ছে সকলকে। বর্তমানে পশ্চিমবঙ্গ বিজেপিতে ৬ জন মুখ্যমন্ত্রী ও ১৩ জন উপমুখ্যমন্ত্রী পদের দাবিদার রয়েছেন’।
২০১৯ লোকসভা নির্বাচনে সৌমিত্রের জয়ে বড় ভূমিকা রেখেছিলেন সুজাতা৷ আইনি জটিলতার কারণে তখন বিষ্ণপুরের বাইরে থাকতে হয়েছিল সৌমিত্রকে ৷ সে সময় কার্যত একা হাতে স্বামীর হয়ে প্রচার করে তাকে জিততে সাহায্য করেন সুজাতা।
তবে স্ত্রী তৃণমূলে যোগ দেওয়ার অব্যবহিত পরেই তাকে ডিভোর্স নোটিশ পাঠান সৌমিত্র এবং তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলনে সুজাতার এই পদক্ষেপকে বড় রকমের ভুল বলেও উল্লেখ করেন তিনি।
এ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সুজাতা বলেন, ‘পরিবার এবং রাজনীতি এক প্ল্যাটফর্মে না-ই থাকতে পারে, সুতরাং এখন এ বিষয়ে কথা না বলি। আর কে বলতে পারে আগামী দিনে সৌমিত্র তৃণমূলে যোগ দেবে না’?
সূত্র: আনন্দবাজার পত্রিকা, ইন্ডিয়ান এক্সপ্রেস
এসএমডব্লিউ/এএস