ইরানের সঙ্গে যৌথ সামরিক মহড়া করতে চায় পাকিস্তান

ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে যৌথ সামরিক মহড়ার আয়োজন করতে চায় পাকিস্তান। দেশটির সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল বাবর ইফতিখার বুধবার এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন।
রাজধানী ইসলামাবাদে সেনাবাহিনীর সদর দপ্তরে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে তিনি বলেন, পাকিস্তান ইরানের সঙ্গে যৌথ মহড়া আয়োজন করতে গভীর ভাবে আগ্রহী। বিশ্বের কোনো শক্তিই ইরান ও পাকিস্তানের মধ্যে বিদ্যমান সম্পর্ক ও সহযোগিতার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারবে না।
পাক সেনাবাহিনীর মুখপাত্র সংবাদ সম্মেলনে আফগানিস্তান পরিস্থিতি, পাকিস্তান-আফগানিস্তান-ইরানের আঞ্চলিক নিরাপত্তা, যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসনের সঙ্গে সম্পর্ক, মধ্যপ্রাচ্য ও ইরান নীতি এবং সন্ত্রাসবাদ মোকাবেলায় পাকিস্তানের ভূমিকা সম্পর্কে ব্যাখ্যা তুলে ধরেন।
চলতি বছর পাকিস্তানের নৌবাহিনী 'আমান-টুয়েন্টি ওয়ান' নামে এক সামরিক মহড়ার আয়োজন করে। সেখানে পর্যবেক্ষক হিসেবে ইরানের সামরিক প্রতিনিধি দল উপস্থিত ছিল।
পাক সেনাবাহিনীর মুখপাত্র বলেন, দেশের সরকার ও সেনাবাহিনী চায়, পরবর্তী মহড়ায় পাকিস্তান ও ইরান যৌথভাবে অংশ নিক।
বাবর ইফতিখার বলেন, ‘আমরা উভয় দেশের মধ্যকার বন্ধুত্বপুর্ণ সম্পর্ক ও সামরিক সহযোগিতাকে অন্য উচ্চতায় নিয়ে যেতে চাই। পাকিস্তানের সরকার ও সশস্ত্র বাহিনী সবসময় প্রতিবেশী দেশগুলোকে সহযোগিতা এবং এই অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় বদ্ধপরিকর।’
এশিয়ার দুই প্রতিবেশী দেশ পাকিস্তান ও ইরানের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দীর্ঘদিনের। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান প্রকাশ্যে একাধিকবার ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছেন।
সূত্র: পার্স টুডে
এসএমডব্লিউ