ভিডিও: গলা পর্যন্ত মাটিতে পুঁতে অভিনব প্রতিবাদ কৃষকের
প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরে সমস্যার সমাধান পাননি কৃষক সুনীল যাদব। তাই অনেকটা বাধ্য হয়ে ভিন্ন ধরনের এক প্রতিবাদ করলেন তিনি। নিজের শরীর মাটিতে পুঁতে প্রশাসনের বিরুদ্ধে করা সুনীলের এই প্রতিবাদের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ছড়িয়েছে।
সুনীল যাদব ভারতের মহারাষ্ট্র প্রদেশের বাসিন্দা। পশ্চিমবঙ্গের বাংলা দৈনিক আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, সরকারের একটি প্রকল্পের আওতায় জমি বরাদ্দ পেয়েছিলেন সুনীল যাদব। জমি বুঝে পেলেও কাগজ হাতে পাননি। প্রশাসনের দরজায় দরজায় ঘুরেও লাভ হয়নি। শেষ পর্যন্ত প্রতিবাদের জন্য অভিনব পথ নিয়েছেন তিনি। মাটিতে পুঁতে দিলেন নিজের শরীর। মাটির ওপরে থাকল শুধুই মাথা। প্রতিবাদের সেই ছবি এখন ভাইরাল।
মহারাষ্ট্রের জালনা জেলার বাসিন্দা সুনীল। রাজ্য সরকারের কর্মবীর দাদাসাহেব গায়কোয়াড় সবলিকরণ স্বাভিমান প্রকল্পের অধীনে ২০১৯ সালে তাকে জমি দেওয়া হয়েছিল। সুনীল বলেন, ‘২০১৯ সালে দাদাসাহেব প্রকল্পের আওতায় আমাকে দুই একর জমি দেওয়া হয়েছিল। কিন্তু এখনও জমির কাগজ পাইনি। তাই নিজেকে কবর দিয়েছি আমি।’
— Siraj Noorani (@sirajnoorani) January 2, 2023
জমির কাগজ হাতে না পাওয়া পর্যন্ত তিনি প্রতিবাদ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। তবে ভারতে সুনীলই প্রথম নন, ভিন্নধর্মী এমন প্রতিবাদ এর আগেও অনেকে করেছেন।
২০১৯ সালের নভেম্বরে দেশটির রাজধানী নয়াদিল্লিতে কেন্দ্রীয় সরকারের কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদে শামিল হয়েছিলেন লাখ লাখ কৃষক। সেই সময় নরেন্দ্র মোদি সরকারের ওই আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে তারা রক্তদান কর্মসূচির আয়োজনও করেছিলেন। পরে সেই আইন প্রত্যাহার করে মোদি সরকার।
তারও আগে ভারতের কেরালা প্রদেশে ভাঙাচোড়া রাস্তায় ভোগান্তির অভিনব প্রতিবাদে শামিল হয়েছিলেন এক ব্যক্তি। তিনি গর্তে জমা পানি দিয়ে গোসল করেছিলেন। তাতে কাপড়ও পরিষ্কার করেন তিনি। সেই ছবিও ভাইরাল হয়েছিল।
এসএস