উত্ত্যক্ত করায় বখাটেকে বেধড়ক লাঠিপেটা করলেন স্কুলছাত্রী (ভিডিও)

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য উত্তরপ্রদেশের মীরাটে উত্ত্যক্ত করায় এক বখাটেকে বেধড়ক লাঠিপেটা করেছে সেখানকার এক স্কুলছাত্রী। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর প্রশংসায় ভাসছেন ওই ছাত্রী।
দেশটির ইংরেজি দৈনিক টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, পথে উত্ত্যক্ত করায় মীরাটের ক্ষুব্ধ এক স্কুলছাত্রী এক বখাটেকে লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে আহত করেছেন। এ সময় ওই ছাত্রীকে আশপাশের লোকজন বাহবা দেন। লাঠি দিয়ে ওই ছাত্রী যখন পেটাচ্ছিলেন, তখন ওই বখাটে করজোড়ে মিনতি করে ক্ষমা চান।
ভিডিওতে দেখা যায়, মীরাটের ব্যস্ত একটি মার্কেটের পাশে বখাটেকে পেটানোর সময় উচ্চস্বরে চিৎকার করে ওই ছাত্রী বলেন, ‘তোমার কত সাহস আমাদের উত্ত্যক্ত করো।’
বখাটে পেটানো ওই ছাত্রী বলেন, ‘গত কয়েকদিন ধরে সে আমাদের বন্ধু এবং আমাকে উত্ত্যক্ত করছে। বারবার আমাদের ফোন নম্বর চায় সে।’
•আরও পড়ুন : হাজারের বেশি মাদরাসা বন্ধ, বোরকা নিষিদ্ধ করছে শ্রীলঙ্কা
মীরাটের পুলিশ সুপার বিনীত ভাটনগর বলেন, আমরা ওই যুবককে আটক করেছি। স্কুলছাত্রীর কাছ থেকে অভিযোগ পাওয়ার পর যুবকের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হবে।
পুরো এই ঘটনা ঘটেছে মীরাট সদরের ব্যস্ত একটি মার্কেটের পাশের সড়কে। সেখানে বেশ কিছুদিন ধরে দুই স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিল ওই যুবক। মোটরসাইকেলে করে এক বন্ধুসহ ওই স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করছিল সে।
বখাটেকে পেটানোর ভিডিওটি দেখতে ক্লিক করুন এখানে
এসএস