সোমালিয়ায় মার্কিন হামলায় আইএস নেতা নিহত

Deutsche Welle

২৭ জানুয়ারি ২০২৩, ১১:২৪ এএম


সোমালিয়ায় মার্কিন হামলায় আইএস নেতা নিহত

প্রতীকী ছবি

সোমালিয়ায় মার্কিন সামরিক অভিযানে ইসলামিক স্টেট গ্রুপের প্রধান আঞ্চলিক নেতা বিলাল আল-সুদানি নিহত হয়েছেন। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র জানিয়েছে, দীর্ঘ পরিকল্পনার পর ওই অপারেশন চালায় মার্কিন সেনারা।

উত্তর সোমালিয়ার একেবারে প্রান্তিক এক অঞ্চলে এই অপারেশন চালানো হয়। আইএস-এর নিহত আঞ্চলিক নেতা বিলাল শুধু সোমালিয়া নয়, গোটা এলাকার আইএস সংগঠনকে চালনা করত। বৃহস্পতিবার সাংবাদিকদের এই খবর জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশে এই অপারেশন চালানো হয়েছিল। সূত্রের দাবি, পাহাড়ের গুহায় লুকিয়ে ছিল আল সুদানি। মার্কিন বাহিনী সেখানে পৌঁছানোর পর অন্তত ১০ আইএস যোদ্ধার সঙ্গে তাদের তুমুল লড়াই হয়।

পরে তাদের সকলকে হত্যা করার পর সুদানিকে মারা হয়। অপারেশনে কোনও সাধারণ মানুষের মৃত্যু হয়নি। কেবলমাত্র একজন মার্কিন সেনা আহত হয়েছেন। তাকে একটি কুকুর আক্রমণ করেছিল।

কে এই বিলাল আল সুদানি

যুক্তরাষ্ট্রের দাবি, আইএস সংগঠনে যোগ দেওয়ার আগে আল কায়দার গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন বিলাল। আল শাবাবে যোদ্ধাদের প্রশিক্ষণ এবং যোগদানের দায়িত্ব ছিল তার। পরে আল কায়দা ছেড়ে আইএস সংগঠনে যোগ দেয় সুদানি। আফ্রিকা এবং আফগানিস্তানের গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্বে ছিলেন তিনি।

এই গোটা অঞ্চলের অপারেশনের তহবিলও তিনি জোগাড় করতেন।

টিএম

Link copied