ভিডিও: এয়ার ফোর্স ওয়ানের বিমানের সিঁড়ি থেকে পড়ে গেলেন কে?

ইউক্রেনে আকস্মিক সফর শেষে পোল্যান্ডে ফিরেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ইউক্রেনে মার্কিন প্রেসিডেন্টের ঝটিকা সফর নিয়ে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। এর মাঝেই মঙ্গলবার সকালের দিকে পোল্যান্ডের ওয়ারশ বিমানবন্দরে মার্কিন বিমান বাহিনীর বিমান অবতরণের সময় ছোট এক দুর্ঘটনা ঘটেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, বাইডেনকে বহনকারী মার্কিন বিমানবাহিনী এয়ার ফোর্স ওয়ানের বিমান ওয়ারশ বিমানবন্দরে অবতরণ করেছে। বিমান থেকে একে একে যাত্রীরা নেমে আসছেন। কিন্তু আচমকা বিমানের সিঁড়ি থেকে একজনকে পড়ে যেতে দেখা যায়।
পোল্যান্ডের সরকারি টেলিভিশন চ্যানেলে বিমান থেকে যাত্রীদের নামার দৃশ্য সরাসরি সম্প্রচার করা হচ্ছিল। এতে সিঁড়ি থেকে বিমানের এক যাত্রীকে মাটিতে পড়ে যেতে দেখা যায়। তবে সিঁড়ি থেকে পড়ে যাওয়া যাত্রী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নন বলে নিউজউইক-সহ অন্যান্য গণমাধ্যম নিশ্চিত করেছে।
ভিডিওতে দেখা যায়, ওই যাত্রী বিমানের টারমাকে অবতরণ করছেন এবং দ্রুত বিমান থেকে নামতে থাকা সামনের যাত্রীদের দিকে ঝুঁকে পড়েন তিনি। এ সময় তার পিঠে ভারি ব্যাগও দেখা যায়।
— @amuse (@amuse) February 21, 2023
আর এই ভিডিও মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ছড়িয়ে যায়। ভিডিওটি মানুষের মনোযোগ আকর্ষণের আরেকটি কারণও রয়েছে। এর আগে, ২০২১ সালে মার্কিন বিমান বাহিনীর বিমানে উঠতে গিয়ে সিঁড়িতে পরপর দু’বার পড়ে গিয়েছিলেন প্রেসিডেন্ট জো বাইডেন।
কিয়েভে আকস্মিক এক সফর শেষে সোমবার সন্ধ্যার দিকে পোল্যান্ডের ওয়ারশ বিমানবন্দরে পৌঁছান ৮০ বছর বয়সী জো বাইডেন।ইউক্রেনের রাজধানী সফরে গিয়ে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকও করেন তিনি। ওই বৈঠকে রাশিয়ার বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে ইউক্রেনকে অস্ত্র সহায়তা অব্যাহত রাখার দৃঢ় ঘোষণা দেন বাইডেন।
ইউক্রেনকে সহায়তার সম্মিলিত প্রচেষ্টা নিয়ে আলোচনা করতে পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদার সাথে সাক্ষাৎ করেছেন জো বাইডেন। মার্কিন যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের সামরিক এবং মানবিক সহায়তা ইউক্রেনে পৌঁছানোর ব্যবস্থা করায় পোল্যান্ডকে ধন্যবাদ জানান তিনি।
• ভাইরাল ভিডিওতে কী দেখা যায়?
ওয়ারশে বাইডেনকে বহনকারী যুক্তরাষ্ট্রের বিমানবাহিনী এয়ার ফোর্স ওয়ানের বিমানের অবতরণের দৃশ্য লাইভ সম্প্রচার করেছিল পোল্যান্ডের সরকারি টেলিভিশন চ্যানেল। সেই লাইভেই বিমানের প্রায় অর্ধেক সিঁড়ি পর্যন্ত যাওয়ার পর একজনকে নিচের দিকে পড়ে যেতে দেখা যায়।
পড়ে যাওয়া যাত্রী জো বাইডেন কিনা তা নিয়ে টুইটার ব্যবহারকারীরা নানা ধরনের গুঞ্জন ছড়াতে থাকেন। কনজারভেটিভ দলীয় ভাষ্যকার বেনি জনসন টুইটারে লিখেছেন, ইউক্রেন সফর থেকে ফেরার পর এয়ার ফোর্স ওয়ানের বিমানের সিঁড়ি থেকে আবারও পড়ে গেলেন জো বাইডেন? আসলে কে এটা?
অন্য একজন ব্যবহারকারী ভিডিওটি শেয়ার করে লিখেছেন, ‘কেউ একজন এয়ার ফোর্স ওয়ান থেকে পড়ে গেছেন বলে মনে হচ্ছে। জো বাইডেন হওয়ার সম্ভাবনা আছে কী?
তবে ব্রিটিশ দৈনিক ডেইলি মেইল বলছে, প্রেসিডেন্ট জো বাইডেনের পোল্যান্ড সফরের সময় সরকারি একটি বিমানের সিঁড়ি থেকে নাটকীয়ভাবে পড়ে গেছে হোয়াইট হাউজের এক নারী কর্মী।
এসএস