ভিডিও: মাঝ-আকাশে দুই ব্মিানের সংঘর্ষ, নিহত উভয় পাইলট

ফাইল ছবি
ইতালির রাজধানী রোমের উত্তরপশ্চিমাঞ্চলে মাঝ-আকাশে সামরিক দু’টি বিমানের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় বিমানের পাইলট মারা গেছেন। মঙ্গলবার এই দুর্ঘটনা ঘটেছে বলে দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি জানিয়েছেন।
তিনি বলেছেন, রোমের উত্তরপশ্চিমাঞ্চলে প্রশিক্ষণ মহড়া চালানোর সময় মাঝ-আকাশে বিমান বাহিনীর দু’টি বিমানের সংঘর্ষ হয়েছে।
দেশটির বিমান বাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইউ-২০৮ প্রশিক্ষণ বিমানে দু’জন পাইলট ছিলেন। প্রশিক্ষণ মিশনে অংশ নিয়েছিলেন তারা। মাঝ-আকাশে সংঘর্ষে উভয় বিমানের পাইলটই মারা গেছেন।
— AlAudhli (@AAudhli) March 7, 2023
তবে তাৎক্ষণিকভাবে সামরিক এই দুই বিমানের সংঘর্ষের কারণ জানা যায়নি।
মেলোনি বলেছেন, ‘গুইডোনিয়ার কাছে প্রশিক্ষণ দুর্ঘটনায় বিমান বাহিনীর দুই পাইলটের মৃত্যুর ঘটনায় আমরা বিধ্বস্ত।’
প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহত দুই পাইলটের পরিবার এবং বিমান বাহিনীর সদস্যদের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন ইতালির এই প্রধানমন্ত্রী।
ইতালির হালকা ধাঁচের ইউ-২০৮ এক-ইঞ্জিন বিশিষ্ট এই বিমানে চারজন যাত্রী ও পাইলটকে বহন করতে পারে। দেশটির বিমান বাহিনীর এই বিমানের সর্বোচ্চ গতি ঘণ্টায় ২৮৫ কিলোমিটার।
সূত্র: এএফপি।
এসএস