রোমানিয়া থেকে হাঙ্গেরি যাওয়ার পথে ২৮ বাংলাদেশি ও মিসরীয় আটক

Dhaka Post Desk

আন্তর্জাতিক ডেস্ক

২১ মার্চ ২০২৩, ০৮:২৬ পিএম


রোমানিয়া থেকে হাঙ্গেরি যাওয়ার পথে ২৮ বাংলাদেশি ও মিসরীয় আটক

ফাইল ছবি

অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ইউরোপের দেশ রোমানিয়া থেকে হাঙ্গেরি যাওয়ার চেষ্টার সময় ২৮ বাংলাদেশি ও মিসরীয়কে আটক করেছে রোমানীয় কর্তৃপক্ষ। মঙ্গলবার ওই বাংলাদেশি ও মিসরীয়দের আটক করা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম স্টিরিপেসার্স।

এতে বলা হয়েছে, রোমানিয়ার পশ্চিমাঞ্চলীয় নাদলাক-২ সীমান্ত ক্রসিং পয়েন্ট পেরিয়ে অবৈধভাবে হাঙ্গেরি যাওয়ার চেষ্টার সময় কর্তৃপক্ষ বাংলাদেশ ও মিসরের ২৮ নাগরিককে আটক করেছে। আটককৃতরা প্যালেট বহনকারী একটি ট্রাকে লুকিয়ে হাঙ্গেরি যাওয়ার চেষ্টা করেছিলেন।

স্টিরিপেসার্স বলছে, ৪২ বছর বয়সী এক ইউক্রেনীয় নাগরিক ট্রাকটি নিয়ে অস্ট্রিয়া যাচ্ছিলেন। রোমানিয়ার আরাদ সীমান্ত পুলিশ বলেছে, যাচাই-বাছাইয়ের সময় গ্রেপ্তারকৃত ব্যক্তিরা বাংলাদেশ এবং মিসরের নাগরিক বলে আমাদের সহকর্মীরা নিশ্চিত হয়েছেন; যাদের বয়স ১৯ থেকে ৪০ বছরের মধ্যে।

আটককৃত অভিবাসীরা ব্যক্তিগত বৈধ নথিপত্রের মাধ্যমে রোমানিয়ায় প্রবেশ করেছিলেন বলে জানিয়েছে দেশটির পুলিশ।

দেশটির কর্মকর্তারা বলেছেন, ইউক্রেনীয় ট্রাক চালকের বিরুদ্ধে অভিবাসীদের পাচারের এবং ট্রাকে লুকিয়ে সীমান্ত অতক্রিমের চেষ্টা করা ব্যক্তিদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগের তদন্ত করা হচ্ছে।

এসএস

Link copied