আফগানিস্তানে হামলায় ভূপাতিত হেলিকপ্টার, নিহত ৯

আফগানিস্তানে সামরিক বাহিনীর হেলিকপ্টারে হামলায় ৯ নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় দেশটির মধ্যাঞ্চলীয় প্রদেশ ময়দান ওয়ার্দাকের বেহসুদ জেলায় এই হামলার ঘটনা ঘটেছে।
ময়দান ওয়ার্দাক প্রাদেশিক পরিষদের সদস্য শরীফুল্লাহ হোতাক তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সিকে এই তথ্য জানিয়েছেন। আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকেও এই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলা হয়েছে, স্বয়ংক্রিয় বন্দুকের গুলিতে ভূপাতিত করা হয়েছে ওই হেলিকপ্টারটি।
প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, প্রাথমিকভাবে এই হামলার জন্য দেশটির স্বঘোষিত শিয়া নেতা আলি পুরকে সন্দেহ করা হচ্ছে।
ময়দান ওয়ার্দাকের স্থানীয় হাজারা সম্প্রদায় শিয়াপন্থি ইসলাম অনুসারী। আলি পুর এই সম্প্রদায়ের একজন বিদ্রোহী নেতা। গত বছর কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে তাকে। সে সময় তাকে শর্ত দেওয়া হয়েছিল, তিনি কোনো প্রকার সহিংসতা বা বিশৃঙ্খলা-বিক্ষোভের সঙ্গে যুক্ত থাকবেন না।
হাজারা সম্প্রদায় কিংবা আলি পুরের ঘনিষ্ঠ কোনো সূত্র অবশ্য এখনও এই হামলার দায় স্বীকার করেনি। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইতোমধ্যে এই ঘটনাটির তদন্ত শুরু করেছে মন্ত্রণালয়।
এদিকে, একই দিন, বৃহস্পতিবার সকালে আফগানিস্তানের রাজধানী কাবুলের কোটাল খের খানা এলাকায় একটি সরকারি বাসে বোমা হামলায় তিন জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো এগারো জন। এই হামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে আফগান পুলিশ বাহিনীকে।
গত ১৫ মার্চেও কাবুলে একটি সরকারি বাসে এধরনের বোমা হামলা হয়েছিল। সেই হামলায় নিহত হয়েছিলেন ৫ জন। নিহতদের মধ্যে ৪ জনই ছিলেন নারী এবং তাদের একজন সন্তানসম্ভবা ছিলেন।
এমন এক সময়ে হামলার ঘটনা ঘটছে আফগানিস্তানে, যখন মস্কোতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রতিনিধিদের উপস্থিতিতে আফগান সরকারের সঙ্গে বৈঠক করছেন তালেবান নেতারা। দেশটিতে ক্রমবর্ধমান সংঘাত কমিয়ে শান্তি প্রক্রিয়াকে এগিয়ে নেওয়াই এই বৈঠকের উদ্দেশ্য।
সূত্র: আনাদোলু এজেন্সি
এসএমডব্লিউ