অতীত ভুলে এগিয়ে আসুন: ভারতকে পাক সেনাপ্রধান

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান দুই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠার স্বার্থে ভারতকে এগিয়ে আসার আহ্বান জানানোর একদিন পর শুক্রবার একই সুরে পাক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়াও বললেন, অতীতের সব দ্বন্দ্ব ভুলে গিয়ে সুসম্পর্ক প্রতিষ্ঠায় নয়াদিল্লি এবং ইসলামাবাদ উভয়কে এগিয়ে আসতে হবে।
বাজওয়ার বক্তব্য, ভারত ও পাকিস্তানের সম্পর্ক স্থিতিশীল হলে তার সুফল পাবে দক্ষিণ ও মধ্য এশিয়া। একইসঙ্গে পূর্ব ও পশ্চিম এশিয়ার সঙ্গে যোগাযোগের ক্ষেত্রেও ইতিবাচক পরিবর্তন সাধিত হবে। পাকিস্তানের দুই ক্ষমতাধর ব্যক্তির মুখ থেকে এমন আহ্বানের আগে গত মাসে কাশ্মীরে অস্ত্রবিরতিতে রাজি হয়েছিল দুই দেশ।
পাকিস্তানের সেনাপ্রধান বলেছেন, ‘ভারত ও পাকিস্তানের মধ্যে বিবাদের মূল বিষয় কাশ্মীর। শান্তিপূর্ণ উপায়ে কাশ্মীর সংকটের সমাধান না হলে উপমহাদেশে শান্তি প্রতিষ্ঠার বিষয়ে সংশয় থেকে যাবে।’
বৃহস্পতিবার ইসলামাবাদ সিকিউরিটি ডায়লগে ইমরান খান বলেন, ‘ক্ষমতায় আসার পর থেকে ভারতের সঙ্গে সুসম্পর্ক প্রতিষ্ঠার চেষ্টা করছি। কিন্তু প্রথম পদক্ষেপ ফেলতে হবে তো ভারতকেই।’
গত মাসে নয়াদিল্লিও জানিয়েছিল, আতঙ্ক ও সন্ত্রাসমুক্ত পরিবেশে প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক চায় ভারত। কিন্তু হিংসামুক্ত পরিবেশ তৈরির দায়িত্ব পাকিস্তানকে নিতে হবে।
পাকিস্তানের সরকার ও ক্ষমতাধর সেনাবাহিনী এবার এক সুরে কথা বলায়র বিষয়টিকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞেরা। তবে শেষ পর্যন্ত এই আশাবাদ কতটা বাস্তব হয় তাই এখন দেখার বিষয়।
এএস