এক ঘণ্টায় ৩২০০ পুশ-আপ দিয়ে নতুন বিশ্বরেকর্ড

মাত্র এক ঘণ্টায় ৩ হাজার ২০০ পুশ-আপ দিয়ে নতুন বিশ্বরেকর্ড গড়েছেন অস্ট্রেলিয়ান শরীরচর্চাবিদ লুকাস হেলমেক। তিনি গড়ে প্রতি মিনিটে ৫৩ বার অর্থাৎ প্রায় প্রতি সেকেন্ডে একবার করে পুশ-আপ দিয়েছেন।
লুকাস হেলমেক ব্রিসবেনের স্থানীয় একটি জিমে এ বিশ্বরেকর্ড গড়েন। এরমাধ্যমে নিজের স্বদেশী অপর এক অস্ট্রেলিয়ানকেই পেছনে ফেলেছেন তিনি— ৩৩ বছর বয়সী লুকাসের মাধ্যমে মাত্র তিন বছরের মধ্যে ৪ বার এ রেকর্ড ভাঙা-গড়া হয়ে গেছে।
এক বছর বয়সী সন্তানের বাবা লুকাস গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষকে জানিয়েছেন, নিজের সন্তানকে ‘অনুপ্রেরণা’ দিতেই এমন কঠিন একটি রেকর্ড ভাঙার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
বিশ্বরেকর্ড গড়ার জন্য প্রতিটি পুশ-আপ ত্রুটিহীন এবং মানদণ্ড অনুযায়ী সঠিক হওয়ার প্রয়োজন ছিল। লুকাস সব মানদণ্ড বজায় রেখেই বিশ্বরেকর্ডটি নিজের করে নিয়েছেন।
বিশ্বরেকর্ড গড়ার সময় লুকাসকে বলা হয়েছিল আপ করার সময়, কোমড় এবং হাঁটু না ভেঙে তাকে পুরো শরীর সোজা রাখতে হবে। এবং পুশ করার সময় কনুই কমপক্ষে ৯০ ডিগ্রি বাঁকাতে হবে।
শত চেষ্টার পরও লুকাসের ৩৪টি পুশ-আপ বাতিল ঘোষণা করা হয়। তবে তা সত্ত্বেও বিশ্বরেকর্ড ভাঙতে কোনো অসুবিধা হয়নি তার। লকুাসের আগে এ বিশ্বরেকর্ডের মালিক ছিলেন ড্যানিয়েল স্কালি। তিনি ২০২২ সালের এপ্রিলে এক ঘন্টার মধ্যে ৩ হাজার ১৮২টি পুশ-আপ দিয়েছিলেন।
এদিকে লুকাস এ রেকর্ডটি ভেঙেছিলেন ২০২২ সালের নভেম্বরে। তবে সাম্প্রতিক সময়ে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ জানায়, তার গড়া রেকর্ডটি আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয়েছে।
সূত্র: সিএনএন
এমটিআই