কলোরাডোর বৌল্ডারে হামলাকারী ও নিহতদের নাম-পরিচয় প্রকাশ

যুক্তরাষ্ট্রের কলোরাডো রাজ্যের বৌল্ডার শহরের সুপারমার্কেটে হামলাকারী ও হামলায় নিহতদের পরিচয় প্রকাশ করেছে পুলিশ। হামলাকারীর নাম আহমেদ আল আলিউই আলিসা (২১)। তিনি রাজ্যের আরভাডা এলাকার নিবাসী।
হামলায় নিহতরা হলেন— এরিক ট্যালি(৫১) ড্যানি স্টং (২০), নেভেন স্ট্যানিসিক (২৩), রিবি ওল্ডস(২৫), ট্রালোনা বার্টকোয়াইয়াক (৪৯), সুজানে ফাউন্টেন (৫৯), টেরি লেইকার (৫১), কেভিন ম্যাহোনে (৬১), লিন মারে (৬২) এবং জডি ওয়াটার্স (৬৫)।
নিহতদের মধ্যে এরিক ট্যালি ছিলেন পুলিশ কর্মকর্তা। তার বাবা এক বিবৃতিতে জানিয়েছেন, এরিকের সাত সন্তান রয়েছে। গত কয়েক মাস ধরে এরিক নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তার জন্য পুলিশের চাকরি ছেড়ে অপেক্ষাকৃত কম ঝুঁকির চাকরি খুঁজছিলেন বলেও বিবৃতিতে জানিয়েছেন তার বাবা।
প্রত্যক্ষদর্শীদের বিবরণ থেকে জানা গেছে , স্থানীয় সময় সোমবার (২২ মার্চ) কলোরাডোর বৌল্ডার শহরে কিং সোপার্স গ্রোসারি সুপারমার্কেট স্টোরে হঠাৎ এক ব্যক্তি আসেন। ভেতরে ঢোকার পরই কোনো কথা না বলে রাইফেল দিয়ে গুলিবর্ষণ শুরু করেন তিনি। এতেই নিহতের ওই ঘটনা ঘটে। কলোরাডো পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, এমআর-১৫ স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে এই হামলা চালিয়েছেন আহমেদ আলিউই আলিসা।
মার্কিন তদন্ত কর্মকর্তারা বলছেন, আহমেদ আলিউই আলিসা একাই এই হামলা করেছেন। তবে কী কারণে এমন ভয়াবহ হামলা তিনি করলেন সে সম্পর্কে স্পষ্ট করে কিছু বলেননি তারা।
মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই কর্মকর্তা মাইকেল স্নেইডার স্থানীয় সময় মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বলেন বলেন, ‘কী কারণে এই হামলা হলো তা এখনো আমাদের কাছে পরিষ্কার হয়নি। তবে তদন্ত চলছে। আশা করছি খুব দ্রুত আমরা বিষয়টি জানতে পারব।’
হামলা চালানোর সময় পুলিশের গুলিতে আহত হয়েছিলেন আহমেদ আলিউই আলিসা। তার পায়ে গুলি লেগেছিল। বর্তমানে তিনি একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। কলোরাডো পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন হাসপাতাল থেকে ছাড়া পেলেই তাকে কারাগারে পাঠানো হবে। তার বিরুদ্ধে ইতোমধ্যে হত্যা মামলা করা হয়েছে বলেও জানিয়েছেন তারা।
হামলায় নিহতদের প্রতি ইতোমধ্যে শোক জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, দেশটির পার্লামেন্ট কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসি, সিনেটের বিচারবিভাগ বিষয়ক কমিটির চেয়ারম্যান ডিক ডারবিন এবং কলরাডোর গভর্নর জ্যারেড পোলিস।
এই নিয়ে যুক্তরাষ্ট্রে এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার প্রাণঘাতী নির্বিচার গুলিবর্ষণের ঘটনা ঘটল। গত মঙ্গলবার জর্জিয়া রাজ্যের আটলান্টা শহর ও এর আশপাশের তিনটি স্থানে নির্বিচার গুলিবর্ষণের ঘটনায় ছয় এশীয় নারীসহ আট জন নিহত হন। এসব হত্যাকাণ্ডের জন্য ২১ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
সূত্র: রয়টার্স
এসএমডব্লিউ