স্কটল্যান্ডের সাবেক ফার্স্ট মিনিস্টার নিকোলা গ্রেপ্তার

স্কটিশ ন্যাশনাল পার্টিতে (এসএনপি) আর্থিক অনিয়মের সাথে সংশ্লিষ্টতার দায়ে স্কটল্যান্ডের সাবেক ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টার্জেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসএনপির তহবিল গঠন ও অর্থায়ন নিয়ে তদন্ত চলাকালীন তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে রোববার খবর দিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
৫২ বছর বয়সী স্কটল্যান্ডের সাবেক এই ফার্স্ট মিনিস্টারকে সন্দেহভাজন হিসাবে হেফাজতে নেওয়ার তথ্য নিশ্চিত করে পুলিশ বলেছে, বর্তমানে গোয়েন্দারা তাকে জিজ্ঞাসাবাদ করছেন।
এর আগে, একই অভিযোগে গত এপ্রিলে নিকোলা স্টার্জেনের স্বামী ও এসএনপির সাবেক প্রধান নির্বাহী পিটার মুরেলকে গ্রেপ্তার করা হয়েছিল। যদিও পরবর্তীতে তাকে ছেড়ে দেওয়া হয়।
সাবেক এসএনপি নেতা নিকোলা স্টার্জেন গত মার্চে দলটি থেকে পদত্যাগ করেন। সেই সময়ও তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।
স্কটিশ সাবেক ফার্স্ট মিনিস্টারের মুখপাত্র বলেছেন, নিকোলা স্টার্জেন রোববার স্কটল্যান্ডের পুলিশের জেরায় অংশ নিয়েছিলেন। পরে তাকে গ্রেপ্তার করে এসএনপির আর্থিক অনিয়মের বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।
তিনি পুলিশি জিজ্ঞাসাবাদে সহযোগিতা করছেন বলে জানিয়েছেন এই মুখপাত্র। তিনি বলেন, নিকোলো শুরু থেকেই বলে আসছেন, তিনি তদন্তে সহযোগিতা করবেন। গত ৫ এপ্রিল দেশটির পুলিশের কর্মকর্তারা এডিনবার্গে স্টার্জেনের বাড়ি ও এসএনপির সদর দপ্তরে তল্লাশি চালিয়েছিলেন।
ডানফার্মলাইনে নিকোলা স্টার্জেনের স্বামী মুরেলের মায়ের বাড়ির বাইরে থেকে পুলিশ একটি বিলাসবহুল মোটরহোম জব্দ করে। যা প্রায় এক লাখ ১০ হাজার পাউন্ডে বিক্রি করা হয়েছিল। এ ঘটনার প্রায় দুই সপ্তাহ পর এসএনপির কোষাধ্যক্ষ কলিন বিটিকেও গ্রেপ্তার করা হয়েছিল। পরে দলটির আর্থিক অনিয়মের সঙ্গে সংশ্লিষ্টতা না থাকায় তাকে মুক্তি দেওয়া হয়।
ওই ঘটনার পরপরই দলের কোষাধ্যক্ষ পদ থেকে পদত্যাগ করেন বিটি। স্টার্জেন, মুরেল এবং বিটি এসএনপির মূল অ্যাকাউন্টের তিন স্বাক্ষরকারী ছিলেন।
এর আগে, ২০২১ সালের জুলাইয়ে স্কটল্যান্ড পুলিশ স্কটিশ ন্যাশনাল পার্টির তহবিলের দুর্নীতি নিয়ে আনুষ্ঠানিক তদন্ত শুরু করে। দলটিতে আসা অনুদানের অর্থ ব্যয় নিয়ে অভিযোগ আসার পর এই তদন্ত শুরু হয়।
স্কটল্যান্ডের স্বাধীনতার পক্ষে প্রচার চালানোর জন্য দলটিতে ৬ লাখ ৬৬ হাজার পাউন্ডের বেশি অনুদান আসে। এই অনুদানের অর্থ কীভাবে খরচ করা হয়েছে, তা জানতে চান দাতারা। ২০১৯ সালের শেষের দিকে দলটির অ্যাকাউন্টে মাত্র ৯৭ হাজার পাউন্ড পাওয়া যায়। সেই সময় জানা যায়, দলটির ২ লাখ ৭২ হাজার পাউন্ডে সমমূল্যের সম্পদ রয়েছে।
এসএস