দুপুরে খাচ্ছিলেন, খাওয়ার মাঝেই ইমরান খানকে নিয়ে যায় পুলিশ

তোশাখানা দুর্নীতি মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গতকাল শনিবার (৫ আগস্ট) তিন বছরের কারাদণ্ড দিয়েছেন ইসলামাবাদের অতিরিক্ত জেলা ও দায়রা আদালত।
যখন এই রায় ঘোষণা করা হয় তখন আদালতে উপস্থিত ছিলেন না ইমরান। ওই সময় তিনি লাহোরে তার নিজস্ব বাসভবন জামান পার্কে অবস্থান করছিলেন। আদালতের নির্দেশে ওই বাড়ি থেকেই ইমরানকে গ্রেপ্তার করে পাঞ্জাব পুলিশের একটি দল।
পাক সংবাদমাধ্যম জিও টিভি রোববার এক প্রতিবেদনে জানিয়েছে, পুলিশ যখন ইমরানকে গ্রেপ্তার করতে আসে তখন তিনি দুপুরের খাবার খাচ্ছিলেন। ওই সময় খাবার শেষ করতে সময় চান তিনি। কিন্তু সে সময় না দিয়ে তাকে খাওয়ার মাঝেই নিয়ে যাওয়া হয়। পুলিশ তাকে জানায় খাবার তিনি পরেও খেতে পারবেন।
এছাড়া গ্রেপ্তারের সময় ইমরান খান নীল রঙের একটি ট্র্যাকস্যুট পরেছিলেন বলে জানিয়েছে জিও টিভি।
আরও পড়ুন>>> ইমরান খানের গ্রেপ্তার নিয়ে যা বলল যুক্তরাষ্ট্র
সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, ইমরান খানকে তার বাড়ির পেছনের দরজা দিয়ে বের করে নিয়ে যাওয়া হয় এবং তার নিজস্ব যেসব রক্ষী আছে তাদের বাড়ির ভেতরই আটকে ফেলা হয়।
ইমরান খানকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয় অটোক বিভাগীয় জেলে। সেখানে গতকাল তিন বছরের সাজার প্রথম রাত কাটান তিনি।
এদিকে এর আগে গত ৯ মে ইমরান খানকে গ্রেপ্তার করেছিল দেশটির আধাসামরিক বাহিনী রেঞ্জার্স। ওইদিন তার গ্রেপ্তারের প্রতিবাদে পুরো পাকিস্তানে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল। গতকালও বিক্ষোভ হয়েছে। তবে সেগুলো তেমন বড় ছিল না।
সূত্র: জিও টিভি
এমটিআই