ভিডিও: হেলিকপ্টার থেকে লাখ লাখ ডলার ফেললেন তিনি

ক্রাইপটিক কোড ব্যবহার করে তৈরি করা একটি গোপন কোডের রহস্য ভেদ করতে হবে— এ রহস্য ভেদ করতে পারলে দেওয়া হবে ১০ লাখ ডলার। এমনই একটি ঘোষণা দিয়েছিলেন চেক রিপাবলিকের ইনফ্লুয়েন্সার ও টিভি উপস্থাপক কামিল বারতোর্সক। তবে দুর্ভাগ্যজনকভাবে কেউই এই রহস্য উদঘাটন করতে পারেননি।
রহস্যভেদকারীকে যে অর্থ দেওয়ার ঘোষণা দিয়েছিলেন কামিল— সেই অর্থ নিয়ে কি করবেন সেটি ভাবতে থাকেন তিনি। চিন্তা-ভাবনার পর সিদ্ধান্ত নেন যারা তার প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন তাদের সবার মাঝে এ অর্থ বিলিয়ে দেবেন।
তবে অর্থগুলো বিলিয়ে দেওয়ার ক্ষেত্রে অন্যরকম কিছু করার চিন্তা-ভাবনা করতে থাকেন তিনি। সেই ভাবনা থেকে মাথায় আসে— হেলিকপ্টার থেকে একটি খোলা উন্মুক্ত মাঠে অর্থগুলো ফেলবেন।
সেই পরিকল্পনা অনুযায়ী, গত রোববার (২২ অক্টোবর) ‘গোপন বার্তার’ মাধ্যমে প্রতিযোগিদের লায়সা নাদ লাবেম নামক একটি জায়গায় জড়ো হতে ই-মেইল পাঠান তিনি। আর সেই ই-মেইল পেয়ে সেখানে প্রায় চার হাজার মানুষ জড়ো হন। তারা হেলিকপ্টার থেকে ফেলা অর্থ সংগ্রহ করেন। বেশি পরিমাণ অর্থ সংগ্রহ করতে অনেকে পলিথিনের ব্যাগ ও ছাতা নিয়ে আসেন।
কামিল বারতোর্সকের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ওইদিনের একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। এতে দেখা যাচ্ছে, হেলিকপ্টার থেকে ১ ডলারের নোটগুলো ফেলা হচ্ছে। এরপর সেখানে জড়ো হওয়া মানুষ সেগুলো সংগ্রহ করতে ঝাপিয়ে পড়েছেন।
সূত্র: দ্য ইকোনোমিক টাইমস
এমটিআই