ছবিতে দেখুন মসজিদে নববী পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ

পবিত্র রমজান উপলক্ষ্যে মদিনার মসজিদে নববীতে বেড়েছে মুসল্লিদের সংখ্যা। সাধারণ সময়ের তুলনায় রমজানে মুসল্লিদের ভিড় বাড়ে মসজিদটি। তবে হাজার হাজার মানুষের সমাগমের পরও যেন মসজিদের পরিষ্কার-পরিচ্ছন্নতা ঠিক থাকে সেটি নিশ্চিতে দিনরাত কাজ করেন সেখানে দায়িত্বরত কর্মীরা।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, মসজিদে নববী পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে সবসময় নিয়োজিত থাকেন ১ হাজার ৪০০ কর্মী। যারা অক্লান্ত পরিশ্রম করে পবিত্র এ মসজিদটি পবিত্র রাখেন। ছবিতে দেখুন তাদের সেই মহাযজ্ঞ…
সময়ের সঙ্গে পাল্লা দিয়ে মসজিদের মূল স্থান এবং ছাদ পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজ করেন কর্মীরা।
পবিত্র রমজান মাস উপলক্ষ্যে যে পরিকল্পনা সাজানো হয় এটি তারই অংশ।
মসজিদের ১ হাজার ৩৭৮ মিলিয়ন স্কয়ার মিটারজুড়ে ধোয়া এবং জীবাণুমুক্তকরণের কাজ চলে।
ইফতারের পর ব্যস্ত হয়ে পড়েন কর্মীরা। তারা সবাই মিলে দ্রুত সবকিছু পরিষ্কার করে ফেলেন।
মাঠকর্মীরা প্রায় ১৭ হাজার রক্ষণাবেক্ষণ ও অন্যান্য কাজ সম্প্ন্ন করে থাকেন।
