পশ্চিমবঙ্গে নতুন শনাক্ত প্রায় ১৬ হাজার, মৃত ৫৭

ভারতের পশ্চিমবঙ্গে বেড়েই চলেছে করোনায় আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় রাজ্যটিতে নতুন করে করোনায় হয়েছেন প্রায় ১৬ হাজার মানুষ। একই সময়ের মধ্যে সেখানে মারা গেছেন ৫৭ জন।
রোববার (২৫ এপ্রিল) রাতে রাজ্যটির স্বাস্থ্য দফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গ রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৮৮৯ জন। যা এখনও পর্যন্ত দৈনিক আক্রান্তের দিক দিয়ে সর্বোচ্চ।
এর মধ্যে কেবল কলকাতাতেই ৩ হাজার ৭৭৪ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। এছাড়া উত্তর ২৪ পরগনাতেও দৈনিক সংক্রমণের সংখ্যা ৩ হাজারের বেশি। পাশাপাশি, গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার পৌঁছেছে ২৮ দশমিক ৫৮ শতাংশে। এই হার এখনও পর্যন্ত সর্বোচ্চ।
গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে মোট ৫৭ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে কলকাতায় ১৮ এবং উত্তর ২৪ পরগনার ১৫ জন মারা গেছেন। অন্যদিকে, হাওড়ায় ৫, দক্ষিণ ২৪ পরগনা এবং জলপাইগুড়িতে ৩ জন করে রোগীর মৃত্যু হয়েছে।
দার্জিলিং, মালদহ, নদিয়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর এবং হুগলিতে ২ জন করে মারা গেছেন। এছাড়া, পূর্ব বর্ধমানে মারা গেছেন একজন।
করোনার সংক্রমণ প্রতিরোধে টিকাদান কর্মসূচিতে জোর দেওয়ার কথা বলা হলেও গত ২৪ ঘণ্টায় রাজ্যটিতে শনিবারের তুলনায় কম সংখ্যক টিকা দেওয়া হয়েছে। শনিবার ১ লাখ ২২ হাজারেরও বেশি মানুষকে টিকা দেওয়া হয়েছিল। তবে স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় তা কমে দাঁড়িয়েছে ১ লাখ ৫৭ হাজার ৭৮৫ জনে।
স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, করোনা মহামারি শুরুর পর থেকে পশ্চিমবঙ্গে এখন পর্যন্ত মোট ৭ লাখ ৪৩ হাজার ৯৫০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সক্রিয় রোগীর সংখ্যা ৮৮ হাজার ৮০০ জন। ভারতের অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গেও এই সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে।
টিএম