নির্বাচনের ফলকে ‘পরাজয়’ মানতে নারাজ বিজেপির দিলীপ

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজেপি ২০০-র কাছাকাছি আসন পাবে বলে জানিয়েছিলেন দলটির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। কিন্তু ফলাফলে দেখা গেল তিন অংকে তো দূরের কথা ৮০ আসনও পার করতে পারেনি দলটি। স্পষ্টতই মুখ থুবড়ে পড়েছে বিজেপি। তবে এরপরও দলটি নির্বাচনের এই ফলকে পরাজয় হিসেবে মানতে নারাজ।
নির্বাচনের ফল স্পষ্ট হয়ে যাওয়ার পর দিলীপ ঘোষ বলেন, ‘২০১৬ সালের বিধানসভা নির্বাচনে আমরা মাত্র ৩ আসনে জিতেছিলাম। সেই জায়গায় ৫ বছরে আমরা যেখানে পৌঁছেছি সেটা কম নয়। তবে এটা ঠিক, ক্ষমতায় যাওয়ার যে লক্ষ্য আমরা নিয়েছিলাম তার তুলনায় আমাদের সাংগঠনিক ক্ষমতা কম।’
কিন্তু বিজেপি ২০১৯ সালের লোকসভা নির্বাচনের ফলাফলের হিসেবে পশ্চিমবঙ্গে ১২১ আসনে এগিয়ে ছিল। সেই হিসেবেরও কাছাকাছি নেই বিধানসভা নির্বাচনের ফল।
এ প্রসঙ্গে দিলীপ বলেন, ‘লোকসভা আর বিধানসভা নির্বাচনের ফলের মধ্যে ফারাক ছিল। আমার অনেক শক্তি বাড়িয়েছি। কিন্তু রাজ্যের মানুষ আমাদের বিরোধী দল হিসেবেই দেখতে চাইছে। আমরা সেই দায়িত্ব পালন করব।’
কিন্তু কেন এমন ফল হল? ২০০ আসন পার করার কথা বলে ৮০টি আসন পূরণ করা থেকেও অনেক দূরে কেন বিজেপি? দিলীপের দাবি, ‘ক্ষমতায় আসার জন্য আরও পরিশ্রম করতে হবে আমাদের। মমতা বন্দ্যোপাধ্যায় ২৫ বছর পরিশ্রমের পরে ক্ষমতায় এসেছেন। আমাদের অনেক পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে।’
এই নির্বাচন পরিচালনার দায়িত্ব প্রায় পুরোটাই নিজেদের হাতে নিয়েছিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। সেটাও ফল খারাপ হওয়ার কারণ? দিলীপ বলেন, ‘এখনই ওই ভাবে কিছু বলা ঠিক হবে না। এই ফলের কারণ, দলের মধ্যে বিশ্লেষণ করে খুঁজে বের করতে হবে।’
ভোটের মুখে তৃণমূল থেকে অনেক নেতা বিজেপিতে এসে প্রার্থী হয়ে যান। সেটাও কি দলের কর্মী, সমর্থকরা ভাল ভাবে নেননি? দিলীপের জবাব, এই ভাবে কোনো কিছু বলা ঠিক হবে না। কোথায় কেন পরাজয় তা দলে অভ্যন্তরীণ সমীক্ষার পরে জানা যাবে। কিন্তু আমি সার্বিক ভাবে মনে করি, রাজ্যের মানুষ আমাদের আরও ৫ বছর বিরোধী হিসেবে দেখতে চায়।’
টিএম