বিশ্বের ক্ষমতাধর ১০০ নারীর তালিকায় শেখ হাসিনা

যুক্তরাষ্ট্রের ব্যবসা-বাণিজ্যবিষয়ক প্রভাবশালী সাময়িকী ফোর্বসের বিশ্বের ১০০ ক্ষমতাধর নারীর তালিকায় ঠাঁই পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চলতি বছরে ফোর্বসের ক্ষমতাধর নারীর এই তালিকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী ৩৯তম অবস্থানে রয়েছেন।
মঙ্গলবার এ তালিকা প্রকাশ করে প্রধানমন্ত্রী সম্পর্কে ফোর্বস বলছে, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘমেয়াদে ক্ষমতায় রয়েছেন শেখ হাসিনা ওয়াজেদ। বর্তমানে চতুর্থ মেয়াদে দায়িত্ব পালন করছেন তিনি।
চতুর্থ মেয়াদে বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হলেও টানা তৃতীয়বারের মতো তার রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ গত নির্বাচনে সংসদের ৩০০ আসনের মধ্যে ২৮৮টিতে জয় পেয়েছে।
ফোর্বস বলছে, খাদ্য নিরাপত্তা, শিক্ষা এবং স্বাস্থ্যসেবা প্রাপ্তির ওপর গুরুত্বারোপের পরিকল্পনা করেছেন শেখ হাসিনা। তার চলমান লড়াই বাংলাদেশে গণতন্ত্রের দৃঢ় ভিত্তি গড়ে দিচ্ছে।

ফোর্বসের ১৭তম এই তালিকায় বিশ্বের ৩০টি দেশের অন্তত চার প্রজন্মের ক্ষমতাধর নারীরা ঠাঁই পেয়েছেন। এতে ১০ দেশের রাষ্ট্রপ্রধান, ৩৮টি কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা ও বিনোদন জগতের পাঁচজন তারকাও রয়েছেন।
মার্কিন এই সাময়িকী বলছে, ক্ষমতাধর নারীদের বয়স, জাতীয়তা এবং কাজের ধরনে ভিন্নতা থাকলেও তারা চলতি বছরের মৌলিক চ্যালেঞ্জগুলো মোকাবিলায় নিজেদের প্ল্যাটফর্ম ব্যবহার করেছেন। এবারের এই তালিকায় টানা দশমবারের মতো শীর্ষে আছেন জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মেরকেল। দ্বিতীয় স্থানে আছেন ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধান ক্রিস্টিন লাগার্ড।
ফোর্বসের ক্ষমতাধর নারীর তালিকায় প্রথম কৃষ্ণাঙ্গ-মার্কিন, প্রথম এশীয়-আমেরিকান হিসেবে নির্বাচিত মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস আছেন তৃতীয় স্থানে।
কঠোর লকডাউন এবং কোয়ারেন্টাইন ব্যবস্থা নিশ্চিতের মাধ্যমে করোনাভাইরাসের প্রথম এবং দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সফল নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ফোর্বসের এই তালিকায় ৩২ তম স্থানে আছেন।
দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী ছাড়াও ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আছেন ৪১ তম স্থানে। ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথ আছেন ৪৬তম স্থানে।
গত জানুয়ারিতে করোনাভাইরাস বিরুদ্ধে লড়াইয়ে আগ্রাসী কন্ট্যাক্ট ট্রেসিং কর্মসূচি ও অন্যান্য পদক্ষেপ গ্রহণ করায় ২ কোটি ৩০ লাখ মানুষের তাইওয়ানে মাত্র সাতজন মারা গেছেন এই ভাইরাসে। করোনা মোকাবিলায় সফল তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন ক্ষমতাধর নারীর তালিকায় ৩৭তম স্থানে জায়গা পেয়েছেন।
এসএস