আরব সাগরে বিপুল অস্ত্রের চালান জব্দ মার্কিন নৌবাহিনীর

উত্তর আরব সাগরের আন্তর্জাতিক জলসীমায় একটি জাহাজ থেকে বিপুল পরিমাণ অস্ত্রের চালান জব্দ করেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। শনিবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে দেশটির নৌবাহিনীর পঞ্চম বহর।
বিবৃতিতে মার্কিন পঞ্চম নৌবহরের পক্ষ থেকে বলা হয়েছে, গত ৬ ও ৭ মে আরব সাগরে নিয়মিত টহলে বেরিয়েছিল নৌবহরের মিসাইলসমৃদ্ধ যুদ্ধজাহাজ ইএসএস মন্টেরি(সিজি ৬১)। সে সময় সাগরের উত্তর দিকের আন্তর্জাতিক জলসীমায় একটি জাহাজ দেখে সন্দেহজনক মনে হওয়ায় সেটি থামিয়ে তল্লাশি করেন ইউএস মন্টেরিতে থাকা মার্কিন নৌবাহিনী কর্মকর্তারা। তখনই জাহাজটিতে এই অস্ত্রগুলোর সন্ধান পাওয়া যায়।
জাহাজটি থেকে জব্দ করা অস্ত্রের তালিকায় রয়েছে রাশিয়ার তৈরি কয়েক ডজন ট্যাংক ধ্বংসকারী ক্ষেপণাস্ত্র, চীনের তৈরি কয়েক হাজার টাইপ–৫৬ অ্যাসল্ট রাইফেল, শতাধিক পিকেএম মেশিনগান, স্নাইপার রাইফেল এবং রকেট-চালিত গ্রেনেড লাঞ্চার।
জাহাজটিতে কোনো দেশের পতাকা ছিল না। বিপুল পরিমান অস্ত্রের এই চালান কোথা থেকে এসেছে ও কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তা মার্কিন নৌবাহিনী কর্মকর্তারা তদন্ত করছেন বলে জানানো হয়েছে বিবৃতিতে। বর্তমানে এই অস্ত্রগুলো নৌবাহিনী কর্মকর্তাদের হেফাজতে আছে।
মার্কিন নৌবাহিনীর পঞ্চম বহর মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনে অবস্থিত মার্কিন সেনা ঘাঁটির আওতাধীন। শনিবারের বিবৃতিতে আরো বলা হয়েছে, অস্ত্রের চালান জব্দ করার পাশাপাশি জাহাজটির নাবিকদের আটক করা হয়েছিল। পরে জিজ্ঞাসাবাদ শেষে তাদের খাবার ও পানি দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
সূত্র: রয়টার্স
এসএমডব্লিউ