ঈদে তিনদিনের যুদ্ধবিরতি ঘোষণা আফগান তালেবানগোষ্ঠীর

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে তিন দিনের যুদ্ধ বিরতি ঘোষণা করেছে আফগানিস্তানের কট্টরপন্থী ইসলামীগোষ্ঠী তালেবান। সোমবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে আফগান তালেবানগোষ্ঠীর নেতারা।
বিবৃতিতে তালেবান নেতারা বলেন,‘ দেশজুড়ে শত্রুদের বিরুদ্ধে তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা করা হল। ঈদের প্রথম দিন থেকে তৃতীয় দিন পর্যন্ত শত্রুদের বিরুদ্ধে কোনো আক্রমণ চালানো হবে না।’
ফান্সের বার্তাসংস্থা এএফপিকে এক তালেবান নেতা জানান, ঈদের আগের দিন, চাঁদরাত থেকে শুরু হবে এই যুদ্ধবিরতি, চলবে ঈদের দ্বিতীয় দিন পর্যন্ত। তবে এই তিন দিনে তাদের ওপর কোনো আক্রমণ করা হলে আত্মরক্ষার্থে পাল্টা জবাব দেওয়া হবে বলে জানিয়েছেন ওই নেতা।
চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হবে। গত বছরও তালেবান একই ধরনের যুদ্ধবিরতি ঘোষণা করেছিল।
শান্তি আলোচনার প্রধান সমঝোতাকারী আবদুল্লাহ আবদুল্লাহর মুখপাত্র তালেবানের এই যুদ্ধবিরতির ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। আফগান সরকারও শিগগির একই ধরনের যুদ্ধবিরতি ঘোষণা করবে বলে জানানো হয়েছে।
গত বছর সেপ্টেম্বর থেকে আফগান সরকারের সঙ্গে তালেবান নেতাদের যুদ্ধবিরতি ও শান্তি বিষয়ক সংলাপ শুরু হয়েছে। তবে এই সংলাপ চলার মধ্যেই সারাদেশে চোরাগোপ্তা হামলা চালাচ্ছে কট্টরপন্থী এই ইসলামি জঙ্গিগোষ্ঠী।
পাশাপাশি দেশটির সাংবাদিক, মানবাধিকারকর্মী ও সরকারী কর্মকর্তা-কর্মচারীদের বেছে বেছে হত্যা করা হচ্ছে। আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, দেশের বিভিন্ন পর্যায়ে নিজেদের আধিপত্য বজায় রাখতেই এ পথ বেছে নিয়েছে তালেবান।
যুক্তরাষ্ট্র ১ মে থেকে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের প্রক্রিয়া শুরু করেছে। আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে সব মার্কিন সেনা দেশে ফিরিয়ে নেবে যুক্তরাষ্ট্র। আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের ঘোষণার পর থেকেই দেশব্যাপী তালেবান হামলা আরও বেড়েছে।
সর্বশেষ গত শনিবার রাজধানী কাবুলের নিকটবর্তী শিয়া অধ্যুষিত শহরতলী এলাকা দাশত ই বারচির একটি নারী স্কুলে সিরিজ বোমা হামলা চালায় তালেবানগোষ্ঠী। হামলায় নিহত হয়েছে কমপক্ষে ৬০ জন, আহত হয়েছে দেড় শতাধিক। আহত ও নিহতদের সবাই নারী; স্কুল শেষে বাড়ি ফিরছিল তারা।
শনিবারের রক্তক্ষয়ী হামলার জন্য তালেবানকে দায়ী করেছে আফগান সরকার। তবে হামলার দায় অস্বীকার করেছে তালেবান।
তালেবানগোষ্ঠী অস্বীকার করলেও আফগানিস্তানের সাধারণ জনগণের দৃঢ় বিশ্বাস, শনিবারের হামলার জন্য তালেবানরাই দায়ী। কাবুলের বাসিন্দা রাশেদ হাশিমি বলেন, সাময়িক যুদ্ধবিরতি নয়, তালেবানগোষ্ঠীর উচিত চিরতরে সংঘাত থেকে সরে আসা।
বার্তাসংস্থা এএফপিকে হাশিমি বলেন, ‘তালেবানরা আগে বলত, তারা দখলদারী বিদেশী শক্তির বিরুদ্ধে লড়াই করছে; কিন্তু এখন তো দখলদারী বিদেশীরা চলে যাচ্ছে। তাহলে তারা কেন আফগানদের প্রতি সহিংস আচরণ করছে?’
সূত্র: এএফপি
এসএমডব্লিউ