শূকরকে ধাওয়া দিয়ে কুয়ায় পড়ল বাঘ, উদ্ধার হলো দুই প্রাণীই (ভিডিও)

ভারতের মধ্যপ্রদেশে পেঞ্চের অভয়ারণ্যে এক বন্য শূকরকে ধাওয়া দিয়ে কুয়ায় পড়েছে বাঘ। ওই সময় বাঘের সঙ্গে শূকরটিও কুয়ায় পড়ে যায়। পরবর্তীতে বন বিভাগ বাঘ ও শূকর দুটি প্রাণীকেই উদ্ধার করে।
ভারতীয় বন বিভাগের কর্মকর্তা পারভীন কাসওয়ান মাইক্রো ব্লগিং সাইট এক্সে সেই উদ্ধার অভিযানের একটি ভিডিও প্রকাশ করেন। যা পরবর্তীতে ভাইরাল হয়। এতে দেখা যায়, গ্রামের পুরোনো দিনের খাট ও ক্রেনের মাধ্যমে বাঘ ও শূকরটিকে উদ্ধার করা হচ্ছে।
উদ্ধারের সময় বাঘ ও শূকর দুটি প্রাণীই শান্ত ছিল। এতে করে কোনো ঝামেলা ছাড়াই তারা প্রক্রিয়াটি সম্পন্ন করতে সমর্থ হন। বাঘ অভয়ারণ্যটির কর্মকর্তারা জানিয়েছেন, দুটি প্রাণীই অক্ষত ছিল এবং তাদের পরবর্তীতে আবার বনে ছেড়ে দেওয়া হয়। প্রথমে টেনে তোলা হয় বাঘটিকে। কুয়ায় খাঁচা পাঠানোর পর খুব শান্তভাবে এটি সেটিতে ঢুকে পড়ে।
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) February 4, 2025
বন কর্মকর্তা পারভীন কাসওয়ান ভিডিওটির শিরোনামে লিখেছেন, “পেঞ্চ অভয়ারণ্যের একটি কুয়ায় বাঘ ও বন্য শূকর পড়ে যায়। উভয় প্রাণীই শান্ত থাকে এবং উদ্ধারকারীদের কাজ করতে দেয়। উদ্ধাকারী দলকে ধন্যবাদ।”
ভিডিওটির কমেন্ট বক্সে একজন লিখেছেন, “মৃত্যুর মুখোমুখি হওয়ার পর বাঘটি তার শিকার ধরার চেষ্টা বাদ দেয়। ওই মুহূর্তে বেঁচে থাকাটা মুখ্য হয়ে ওঠে— চিরসত্য এ বিষয়টি বিশ্বের সব প্রাণীকূলের ক্ষেত্রে প্রযোজ্য।”
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
এমটিআই