মালয়েশিয়ায় ৯ বাংলাদেশি গ্রেপ্তার

খাবারের অবৈধ ব্যবসা পরিচালনার অভিযোগে মালয়েশিয়ায় ৯ বাংলাদেশিসহ অন্তত ৫৮ বিদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার মালয়েশিয়ার অভিবাসন বিভাগ ও পুলিশ পুচং এলাকায় অভিযান চালিয়ে ওই বিদেশিদের গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে বাংলাদেশি ছাড়াও ইন্দোনেশিয়া, ভারত, ভিয়েতনাম এবং মিয়ানমারের নাগরিকরাও রয়েছেন।
দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান বলেছেন, পুচংয়ের বিভিন্ন খাবারের দোকানে মেয়াদোত্তীর্ণ নথিপত্র ও লাইসেন্সধারী বিদেশি কর্মীদের নিয়োগ দেওয়া হচ্ছে বলে জনসাধারণ অভিযোগ করেছে। এক সপ্তাহ ধরে সেখানকার পরিস্থিতি পর্যবেক্ষণের পর বুধবার অভিযান পরিচালনা করা হয়েছে।
এক বিবৃতিতে তিনি বলেছেন, গ্রেপ্তারকৃত বিদেশি নাগরিকদের বয়স ১৮ থেকে ৪০ বছর। বর্তমানে তাদেরকে বুকিতের জলিল অভিবাসী আটক কেন্দ্রে রাখা হয়েছে। গ্রেপ্তারকৃত বিদেশি নাগরিকদের বিরুদ্ধে তদন্তের পর আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তিনি।
পুচং এলাকায় ১০২ জন বিদেশি নাগরিককে জিজ্ঞাসাবাদ শেষে ৫৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ইন্দোনেশিয়ার দুই পুরুষ ও একজন নারী ছাড়াও মিয়ানমারের ৩১ জন পুরুষ এবং ১০ জন নারী রয়েছেন।
জাকারিয়া শাবান বলেছেন, গ্রেপ্তারকৃত বিদেশি নাগরিকদের মধ্যে ৯ বাংলাদেশি, চার ভারতীয় ও একজন ভিয়েতনামের নাগরিকও রয়েছেন। মালয়েশিয়ার অভিবাসন বিভাগ বিদেশী নাগরিকদের বেআইনি ব্যবসা-বাণিজ্য করার সুযোগ দেবে না বলেও জানিয়েছেন তিনি।
একই সঙ্গে দেশটিতে অবস্থানের মেয়াদ শেষের পরও যারা অবস্থান করছেন, তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তিনি।
দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম বারনামা বলেছে, গ্রেপ্তারকৃত বিদেশি নাগরিকদের বিরুদ্ধে মালয়েশিয়ার অভিবাসন আইন ১৯৫৯/৬৩-এর ধারা ৬(১) (সি) এবং ১৫ (১) (সি) এর আওতায় সন্দেহজনক অপরাধের অভিযোগ আনা হয়েছে।
সূত্র: নিউ স্ট্রেইটস টাইমস, বারনামা।
এসএস