ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত নাকি ভূপাতিত?

পারমাণবিক অস্ত্রধর চিরবৈরী দুই দেশ ভারত-পাকিস্তানের মাঝে গত দুই দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ সামরিক সংঘাতের শুরু হয়েছে। পেহেলগামে হামলার ঘটনায় সৃষ্ট উত্তেজনার জেরে বুধবার মধ্যরাতে পাকিস্তানের অন্তত ৯টি স্থানে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারতের সামরিক বাহিনী। পাকিস্তান দাবি করেছে, তারা ভারতীয় অন্তত পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে।
তবে ভারতীয় কর্মকর্তারা জম্মু-কাশ্মিরে এখন পর্যন্ত তিনটি ভারতীয় বিমান বিধ্বস্ত হয়েছে বলে স্বীকার করেছেন। যুদ্ধবিমান বিধ্বস্ত কিংবা ভূপাতিত করা নিয়ে প্রতিবেশী দুই দেশের পাল্টাপাল্টি দাবি মূলত নিজেদের সামরিক সক্ষমতার জানান দেওয়ার চেষ্টা বলে মনে করা হচ্ছে।
• কী বলছে পাকিস্তান?
পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) একজন মুখপাত্র ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে বরেছেন, এখন পর্যন্ত আমি ভারতীয় পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করার তথ্য নিশ্চিত করতে পারি। এর মধ্যে তিনটি রাফাল, একটি এসইউ-৩০, একটি মিগ-২৯ রয়েছে। এছাড়া একটি ভারতীয় ড্রোনও গুলি চালিয়ে ভূপাতিত করা হয়েছে।
পাকিস্তানি ওই সামরিক কর্মকর্তা বলেছেন, ‘‘প্রতিরক্ষামূলক পদক্ষেপ হিসেবে এসব ব্যবস্থা নেওয়া হয়েছে। কারণ ভারতীয় এই বিমানগুলো পাকিস্তানি ভূখণ্ডে গোলা ছুড়েছিল।’’
তিনি বলেন, ভারতের বিমানগুলো ভারতীয় আকাশসীমা থেকেই দূরপাল্লার অস্ত্র ব্যবহার করে হামলা করেছিল।
• ভারত যা বলছে
ভারত-নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের অন্তত চারটি স্থানীয় সরকারি সূত্র রয়টার্সকে বলেছে, ভারতের জম্মু ও কাশ্মির অঞ্চলে তিনটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে।
পাকিস্তানের যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি এখনও আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি ভারত।
এসএস