বিমান ধ্বংসের কথা স্বীকার না করে ভারত বলল ‘ক্ষয়ক্ষতি যুদ্ধের অংশ’

পাল্টা হামলা চালিয়ে গত ৭ মে ভারতের পাঁচটি যুদ্ধবিমান ধ্বংসের তথ্য জানায় পাকিস্তান। ওইদিন মধ্যরাতে দেশটির বিভিন্ন জায়গায় মিসাইল ছোড়ে ভারতীয় বাহিনী। এরপর পাকিস্তানের বিমানবাহিনী পাল্টা হামলা চালানো শুরু করে। পাকিস্তান পরবর্তীতে জানায়, তিনটি রাফালসহ ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে।
এ ব্যাপারে প্রশ্ন করা হলে বিষয়টি স্বীকার করেননি ভারতের বিমানবাহিনী। তারা বলেছে, ‘ক্ষয়ক্ষতি যুদ্ধের অংশ’। তবে অপারেশন সিঁদুরে অংশ নেওয়া তাদের সব পাইলট ফিরে এসেছে।
ভারতীয় বিমানবাহিনীর কর্মকর্তা এয়ার মার্শাল একে ভারতী রোববার (১১ মে) সংবাদ সম্মেলনে বলেছেন, “বিমান ধ্বংস হওয়ার ব্যাপারে আমরা মন্তব্য করতে চাই না, কারণ আমরা এখনো যুদ্ধ পরিস্থিতিতে আছি। এ ব্যাপারে তথ্য জানালে এটি শত্রুদের জন্য সুবিধা হবে। আমরা আমাদের লক্ষ্য অর্জন করেছি। আমাদের সব পাইলট বাড়িতে ফিরে এসেছেন।”
বিমানবাহিনীর এ কর্মকর্তা জানিয়েছেন, তারা পাকিস্তানের ভোলারি বিমান ঘাঁটিতে বোমাবর্ষণ করেছেন। এতে পাকিস্তানি পাইলট স্কোয়াড্রন লিডার উসমান ইউসুফ এবং চার এয়ারম্যানসহ ৫০ জন নিহত হয়েছেন। এছাড়া ভোলারিতে পাকিস্তানের বিমানও ধ্বংস হয়েছে বলে জানান তিনি।
ভারতের সেনাবাহিনী জানিয়েছে, অপারেশন সিঁদুরে অংশ নিয়ে তাদের পাঁচ সেনা নিহত হয়েছেন। অপরদিকে পাকিস্তানের ৩৫ থেকে ৪০ সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে তারা।
সূত্র: এনডিটিভি
এমটিআই