ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান

দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে আবারও মিসাইল ছুড়েছে ইরান। বৃহস্পতিবার (১৯ জুন) বাংলাদেশ সময় রাত পৌনে ৮টার দিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এ তথ্য জানায়। তারা বলেছে, তারা ইরান থেকে ছোড়া নতুন মিসাইল শনাক্ত করেছে। যেগুলো ভূপাতিতের চেষ্টা করা হবে।
মিসাইল হামলার কারণে ইসরায়েলিদের আশ্রয়কেন্দ্রে যাওয়ার নির্দেশনা দিয়েছে প্রতিরক্ষা বাহিনী। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের সেখানেই থাকতে বলা হয়েছে।
প্রতিরক্ষা বাহিনী বলেছে, নতুন হামলায় ইরান অন্তত ১০টি মিসাইল ছুড়েছে। ইসরায়েলি জরুরি সেবা ও অ্যাম্বুলেন্স সংস্থা মেগান ডেভিড অ্যাডম জানিয়েছে, এ হামলায় তারা কোনো হতাহতের খবর পাননি। তবে একটি অসমর্থিত সূত্র দাবি করেছে, উত্তর ইসরায়েলে একটি ভারী মিসাইল আছড়ে পড়েছে। যদিও তার দাবির সত্যতা নিশ্চিত করা যায়নি।
সূত্র: আলজাজিরা
এমটিআই