তেহরানের মিলিটারি কমপ্লেক্সে ইসরায়েলের হামলা

তেহরানের দক্ষিণপূর্ব দিকের পাচিন মিলিটারি কমপ্লেক্সে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। ইরানের রাষ্ট্রীয় বার্তাসংস্থা নুর নিউজ সোমবার (২৩ জুন) সকালে এক প্রতিবেদনে বিশাল কমপ্লেক্সটিতে হামলার তথ্য জানায়।
এরআগে দখলদার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানায় তাদের বিমানবাহিনী ইরানের পূর্বাঞ্চল ও তেহরানে নতুন হামলা সম্পন্ন করেছে। যারমধ্যে তেহরানের একটি এয়ার টু সারফেস মিসাইল লঞ্চার ধ্বংস করার দাবি করেছে তারা।
দখলদাররা জানিয়েছে, নতুন হামলায় অংশ নিয়েছিল ২০টি যুদ্ধবিমান। আর এতে ব্যবহার করা হয়েছে ৩০টি অস্ত্র।
এছাড়া কেরমানশাহ এবং হামাদান প্রদেশে মিসাইলের গুদাম, মিসাইল ছোড়ার অবকাঠামো, স্যাটেলাইট যন্ত্র এবং মিলিটারি রাডারেও হামলা চালানোর দাবি করেছে তারা।
সূত্র: আলজাজিরা, সিএনএন
এমটিআই