কাতারের ঘাঁটিতে কোনো ক্ষেপণাস্ত্র আঘাত হানেনি, দাবি মার্কিন কর্মকর্তার

কাতারের রাজধানী দোহার অদূরে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল উদেইদ বিমানঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। সোমবার (২৩ জুন) ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র কাতারের আকাশে দেখা যায়। ওই সময় সেগুলো ভূপাতিত করার চেষ্টা করা হয়।
যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছেন, ইরানের ছোড়া কোনো ক্ষেপণাস্ত্র কাতারের ঘাঁটিতে আঘাত হানেনি।
এর আগে অপর এক কর্মকর্তা জানিয়েছিলেন, হামলায় ইরান স্বল্প ও মধ্যপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে।
কাতারও এরআগে জানায় ক্ষেপণাস্ত্রের প্রভাবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
এদিকে সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ইরান এ হামলার আগেই কাতারকে অবহিত করে। যেন তাদের ক্ষেপণাস্ত্রের আঘাতের ক্ষয়ক্ষতি কম হয়। এছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গেও ইরান আর দ্বন্দ্ব বাড়াতে চায় না বলে জানিয়েছে বার্তাসংস্থা এপি। এ কারণে যুক্তরাষ্ট্র তাদের পারমাণবিক কেন্দ্রে যতগুলো বোমা মেরেছে ঠিক ততগুলো ক্ষেপণাস্ত্রই ইরান ছুড়েছে।
সূত্র: রয়টার্স
এমটিআই