কিংবদন্তি রেসলার হাল্ক হোগান মারা গেছেন

কিংবদন্তি রেসলার হাল্ক হোগান ৭১ বছর বয়সে মারা গেছেন। বৃহস্পতিবার (২৪ জুলাই) তার মৃত্যু হয় বলে জানিয়েছে ডব্লিউডব্লিউই।
তার নাম টেরি বোল্লেয়া। তবে তিনি রেসলিং জগতে হাল্ক হোগান নামে পরিচিত ছিলেন।
ডব্লিউডব্লিউই মাইক্রো ব্লগিং সাইট এক্সে পোস্টে লিখেছে, “আমরা জেনেছি আমাদের হল অব ফেমার হাল্ক হোগান মারা গেছেন। পপ সংস্কৃতির অন্যতম পরিচিত মুখ ছিলেন তিনি। ১৯৮0—র দশকে ডব্লিউডব্লিউই-কে বিশ্বব্যাপী পরিচিতি অর্জনে সহায়তা করেছিলেন তিনি। হোগানের পরিবার, বন্ধু এবং ভক্তদের প্রতি ডব্লিউডব্লিউই গভীর সমবেদনা জানাচ্ছে।”
তিনি বিশ্বব্যাপী এতটাই পরিচিত ছিলেন যে তাকে ছবিতেও কাজের জন্য নেওয়া হয়েছিল।
সূত্র: সিএনএন
এমটিআই