কাবুলে জোড়া বিস্ফোরণে অন্তত ৭ জন নিহত

আফগানিস্তানের রাজধানী কাবুলের পশ্চিমে দুটি বাসে জোড়া বিস্ফোরণে অন্তত ৭ জন সাধারণ মানুষ নিহত হয়েছেন। দেশটির পুলিশের বরাত দিয়ে এক অনলাইন প্রতিবেদনে কাবুলে শনিবারের জোড়া বিস্ফোরণের খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
রয়টার্স বলছে, কাবুলের যে শহরতলিতে হামলা হয়েছে সেখানে সংখ্যালঘু হাজার সম্প্রদায়ের মানুষের বাস বেশি। এ মাসের শুরুতে সেখানে এ রকমভাবে বাসে দুটি হামলা করা হয়েছিল। ওই হামলায় নিহত হয়েছিলেন ১২ জন বেসামরিক মানুষ।
কাবুল পুলিশের মুখপাত্র শনিবারের ওই হামলার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, দুটি বাসে জোড়া বিস্ফোরণে সাত জন নিহত ছাড়াও আরও ছয় জন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে মার্কিনসহ বিদেশি সেনাদের আফগানিস্তান থেকে প্রত্যাহার শুরু হওয়ায় দেশটিতে সহিংসতা ও হামলা বাড়ছেই। সেনা প্রত্যাহারের শর্ত হিসেবে তালেবানের সঙ্গে আফগান সেনাদের লড়াই বন্ধের প্রতিশ্রুতির লঙ্ঘন ঘটছে।
হামলাটি কারা করেছে না জানা গেলেও দেশটির সংখ্যালঘু শিয়াপন্থী হাজারা সম্প্রদায়ের মানুষের ওপর সুন্নিপন্থী জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) প্রায়শই এ রকম হামলা চালায়। গত মে মাসে সেখানে এক স্কুলে হামলায় ৮০ শিক্ষার্থী নিহত হয়; যার অধিকাংশ নারী।
এএস