বাইরে তীব্র গরম, বাগানে রাখা পাথরে বসতেই পুড়ল শরীর

বাইরে তীব্র গরম। সেই গরমের মধ্যে বাড়ির সামনের বাগানে যান তিনি। একটু বিশ্রাম নিতে বসেন বাগানে রাখা পাথরে। সেটিতে মাত্র ১০ সেকেন্ড বসেছিলেন। দুর্ভাগ্যজনকভাবে এই সময়ের মধ্যে শরীরের পেছন ভাগ পুড়ে যায় তার।
গত ৭ জুলাই চীনের হুবেই প্রদেশের শিনগিয়াংয়ে ৭১ বছর বয়সী এক বৃদ্ধার সঙ্গে ঘটে এ ঘটনা। ওই বৃদ্ধা প্রখর রোদের মধ্যে তার সবজির বাগানে কাজ করছিলেন। কাজ করতে করতে ক্লান্ত হয়ে যাওয়ার পর পাথরে একটু বসেন তিনি।
এর সঙ্গে সঙ্গে উত্তাপ টের পান তিনি। তবে পায়ে সমস্যা থাকায় তাৎক্ষণিকভাবে উঠতে পারেননি। এতে তার শরীরের পেছনের অংশ পুড়ে যায়। ওই সময় তার চিৎকার শুনে এক প্রতিবেশী তাকে পাথর থেকে সরান।
পোড়ার মাত্রা এতটাই বেশি ছিল যে তার শরীরের ওই অংশে অস্ত্রোপচার এবং গায়ের অন্য জায়গা থেকে চামড়া এনে সেখানে প্রতিস্থাপন করতে হয়।
এ ঘটনার পর সূর্যের প্রখরতার ভয়াবহতার বিষয়টি আবারও সামনে এসেছে। চীনের শিনগিয়াংয়ে চলতি মাসে তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসে পর্যন্ত উঠেছিল।
ওই বৃদ্ধার অস্ত্রোপচার করা এক চিকিৎসক জানিয়েছেন, গরমের সময় পাথর ও লোহা বেশ বিপজ্জনক হয়ে উঠতে পারে। কারণ এগুলো সূর্যের তাপে খুব কম সময়ের মধ্যে উত্তপ্ত হয়ে পড়ে।
ওয়েং নামে ওই বৃদ্ধা বর্তমানে সুস্থ আছেন। তবে যে ক্ষতির শিকার হয়েছেন সেখান থেকে পুরোপুরি সেরে উঠতে তার কত সময় লাগবে সেটি নিশ্চিত নয়।
সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট
এমটিআই