নিজের কবর নিজে খুঁড়লেন ইসরায়েলি জিম্মি, করলেন নেতানিয়াহুকে দোষারোপ

ইসরায়েলি এক জিম্মির ভিডিও প্রকাশ করেছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। ভিডিওতে ইভাতার ডেভিড নামে ওই জিম্মিকে বেশ রুগ্ন দেখা যাচ্ছে। তিনি জানিয়েছেন, গাজায় খাদ্য সংকট থাকায় নিয়মিত খেতে পাচ্ছেন না। এতে তার শারীরিক অবস্থার ব্যাপক অবনতি হয়েছে।
এছাড়া যুদ্ধবিরতি চুক্তি করে তাকে মুক্ত না করায় প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে দোষারোপ করেছেন এ জিম্মি।
শনিবার (২ আগস্ট) হামাসের প্রকাশিত ভিডিওটির শেষে তাকে একটি খবর খুঁড়তে দেখা যায়। ওই সময় তিনি বলতে থাকেন, তিনি গাজার যে সুড়ঙ্গের ভেতর আছেন সেখানেই কবর খুঁড়ছেন। উদ্ধার না করা হলে এ কবরের ভেতরই শেষ ঠিকানা হবে বলে উল্লেখ করেন তিনি।
ওই ইসরায়েলি জিম্মির কথায় বোঝা গেছে এটি গত ২৭ জুলাইয়ের ভিডিও। তিনি জানান, জুলাইয়ের বেশিরভাগ দিন তিনি শুধুমাত্র ডাল খেয়ে থেকেছেন। অপরদিকে কয়েকদিন কিছুই খেতে পারেননি। তিনি উল্লেখ করেন টানা তিনদিনও অভুক্ত থেকেছেন।
ভিডিওর মাঝে তাকে হামাসের এক রক্ষী খাবারের একটি কৌটা দেন। সেটি হাতে পেয়ে বেশ খুশি হয়ে তিনি বলেন, এ কৌটাটি দুইদিন খাবেন। যেন শুধুমাত্র বেঁচে থাকতে পারেন।
সূত্র: টাইমস অব ইসরায়েল
এমটিআই