২৩৮ কোটি টাকায় রহস্যময় ব্যক্তির হাতে মহাকাশের টিকিট

Dhaka Post Desk

আন্তর্জাতিক ডেস্ক

১৩ জুন ২০২১, ১১:৪৭ এএম


২৩৮ কোটি টাকায় রহস্যময় ব্যক্তির হাতে মহাকাশের টিকিট

মহাকাশ যাত্রায় অ্যামাজন প্রধান জেফ বেজোসের সফরসঙ্গী হতে ২৮ মিলিয়ন মার্কিন ডলার দর হেঁকে সর্বোচ্চ দরদাতা হয়েছেন এক রহস্যময় ব্যক্তি। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২৩৮ কোটি টাকা। এই অর্থ ব্যয় করে নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যক্তিই মাত্র দশ মিনিটের জন্য মহাকাশ যাত্রায় জেফ বেজোসের সফরসঙ্গী হতে যাচ্ছেন।

জেফ বেজোসের প্রতিষ্ঠান ব্লু অরিজিন কোম্পানি শনিবার (১২ জুন) এই নিলামের আয়োজন করে। কোম্পানিটি একটি টুইট বার্তায় জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে নিলামে বিজয়ী ওই ব্যক্তির নাম প্রকাশ করা হবে। ১৪০টির বেশি দেশ থেকে আগ্রহীরা এই নিলাম প্রক্রিয়ায় অংশ নেন।

এই মহাকাশযানের অন্য যাত্রীরা হলেন, বেজোসের ভাই মার্ক এবং নাম প্রকাশ না করা একজন মহাকাশ পর্যটক। প্রায় একমাস ধরে চলা নিলাম প্রক্রিয়ায় এর আগ পর্যন্ত সবচেয়ে বেশি দর উঠেছিল পাঁচ মিলিয়ন ডলারের কম। কিন্তু শনিবারের নিলামে সেই দর পাঁচ গুণের বেশি হয়ে যায়। এই নিলামে পাওয়া অর্থ ব্লু অরিজিনের ফাউন্ডেশন ক্লাব ফর ফিউচার (@clubforFuture)-কে দেওয়া হবে বলে একটি টুইটার বার্তায় জানানো হয়েছে।

Dhaka Post

ফোর্বস ম্যাগাজিনের তথ্য অনুযায়ী, জেফ বেজোসের মোট সম্পদের পরিমাণ ১৮ হাজার ৬০০ কোটি মার্কিন ডলারের বেশি। এই সপ্তাহের শুরুর দিকে ইন্সটাগ্রামে একটি পোস্টে তিনি লিখেছেন, ‘জুলাই মাসের ২০ তারিখে আমার ভাইয়ের সঙ্গে আমি এই যাত্রা শুরু করবো। সবচেয়ে সেরা অভিযান, আমার প্রিয় বন্ধুর সঙ্গে।’

ব্লু অরিজিন ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, নিউ শেফার্ড বুস্টার নামের মহাকাশযানটি তাদের পৃথিবী থেকে অন্তত ১০০ কিলোমিটার ওপরে নিয়ে যাবে, যেখানে তারা ভর শূন্যতা উপভোগ করতে পারবেন। ছয়জনের উপযোগী ওই ক্যাপসুলটি পরে প্যারাসুট ব্যবহার করে পৃথিবীতে নেমে আসবে। সবমিলিয়ে এই ভ্রমণের মেয়াদ হবে ১০ মিনিট।

Dhaka Post

তবে জেফ বেজোস একাই নন, রিচার্ড ব্রানসন নামের আরেকজন আমেরিকান নাগরিক মহাকাশে যাওয়ার পরিকল্পনা করছেন। ভার্জিন ভিএসএস ইউনিটি নামের একটি যানে করে তিনি ৪ জুলাই পরীক্ষামূলক উড্ডয়ন করতে পারেন।

সূত্র: বিবিসি বাংলা

টিএম

Link copied