পালিয়ে বিয়ে করে ফেরার পর মেয়ের স্বামীকে মেরে ফেললেন বাবা

পালিয়ে বিয়ে করে চলে গিয়েছিলেন অন্য জায়গায়। সেখান থেকে এক বছর পর স্বামীকে নিয়ে স্বামীর বাড়িতে ফেরেন মেয়ে। বাবা এ তথ্য জানতে পেরে সেখানে গিয়েই মেয়ের স্বামীকে পিটিয়ে মেরে মেলেছেন।
ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশে। সংবাদমাধ্যম এনডিটিভি রোববার (২৪ আগস্ট) জানিয়েছে, মধ্যপ্রদেশের বেলগড় থানার হারসি গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
গত এক সপ্তাহ আগে মেয়ের স্বামীকে ব্যাপক মারধর করেন তার বাবা ও পরিবারের অন্য সদস্যরা। ছয় দিন জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করে হার মেনেছেন তিনি।
নিহত ব্যক্তির নাম ওমপ্রকাশ বাথাম। তিনি তার প্রেমিকা শিবানী ঝা-কে বিয়ে করেন। এতে শিবানীর বাবার কোনো মত ছিল না। বিয়ে করে পালিয়ে গিয়ে তারা দাবরা নামে একটি এলাকায় থাকতেন।
গত ১৯ আগস্ট স্ত্রীকে নিয়ে নিজের গ্রামের বাড়িতে ফেরেন তিনি। তবে এই ফেরাই তার জন্য কাল হয়ে দাঁড়ায়।
এ ঘটনায় হওয়া মামলার তথ্যে জানা গেছে, শিবানীর বাবা, মা, ভাই ও পরিবারের অন্য সদস্যরা মিলে ওমপ্রকাশকে লাঠি দিয়ে ব্যাপক মারধর করেন। গুরুতর আহত হলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা চললেও ছয়দিন পর মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।
প্রাথমিক অবস্থায় মারধরের মামলা হয়েছিল। এখন হত্যার মামলা দায়ের করা হয়েছে। এতে চারজনকে অভিযুক্ত করা হয়েছে। হামলার পর তারা পালিয়ে যান। তাদের ধরতে অভিযান চালানো হচ্ছে।
স্থানীয় পুলিশ কর্মকর্তা অজয় সিং নিশ্চিত করেছে ওই যুবককে লাঠি দিয়ে মারধর করা হয়েছে।
স্বামীর মৃত্যুর ঘটনায় নিজের বাবা ও পরিবারের অন্য সদস্যদের বিচার দাবি করেছেন শিবানী।
সূত্র: এনডিটিভি
এমটিআই