বন্যায় ভেসে গেল আশ্রয় শিবির, প্রাণ গেল ১০ জনের

ভারী বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় দক্ষিণ এশিয়ার দুই দেশ নেপাল ও ভুটানের বিস্তৃত অঞ্চল ডুবে গেছে। বন্যায় ভুটানের প্রত্যন্ত পার্বত্য অঞ্চলের একটি আশ্রয় শিবির ভেসে গেছে। এতে অন্তত ১০ জনের প্রাণহানি ঘটেছে এবং আহত হয়েছেন আরও পাঁচজন। প্রতিবেশি নেপালেও বন্যায় নিখোঁজ রয়েছে সাতজন।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ওষুধ তৈরিতে ব্যবহৃত করডিসেপস নামের এক ধরনের ফাঙ্গাস সংগ্রহ করেন ভুটানের লয়া এলাকার একটি আশ্রয় শিবিরের বাসিন্দারা। মধ্যরাতে বন্যার পানির তীব্র স্রোত যখন ওই শিবির ভাসিয়ে নিয়ে যায়, তখন তারা ঘুমিয়ে ছিলেন। রাজধানী থিম্পু থেকে ৬০ কিলোমিটার দূরের লয়ার কাছের এই আশ্রয় শিবির বন্যার পানিতে ভেসে গেছে।
এক বিবৃতিতে ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং বলেছেন, আমাদের হৃদয় আজ লয়ার জনগণের জন্য কাঁদছে। আমরা পার্বত্য অঞ্চলে কর্ডিসেপ সংগ্রহকারীদের ওপর বন্যার মর্মান্তিক আঘাতের ঘটনা শুনেছি।
বন্যায় ভেসে যাওয়া ওই আশ্রয় শিবিরে দুটি হেলিকপ্টার থেকে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। লয়ার ওই শিবিরে অন্তত ১১ ঘণ্টার পথ পাড়ি দিয়ে সশস্ত্র বাহিনীর সদস্যরা পৌঁছেছেন বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।
এদিকে, নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা দিল কুমার টামাং বলেছেন, চীনের তিব্বত অঞ্চলের সীমান্তবর্তী নেপালের সিন্ধুপালচক জেলায় মধ্যরাতের ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় অন্তত সাতজন নিখোঁজ রয়েছেন। সিন্ধুপালচকের মিলামছি নদীর পানি উপচে আশপাশে এলাকা তলিয়ে গেছে। এতে অনেক বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।
বার্তাসংস্থা রয়টার্সকে তিনি বলেছেন, আমরা ক্ষয়ক্ষতির ব্যাপারে বিস্তারিত তথ্য সংগ্রহ করছি। বর্ষা মৌসুম শুরু হওয়ায় গত তিনদিন ধরে দক্ষিণ এশিয়ার এই দুই দেশে ভারী বর্ষণ হচ্ছে।
এসএস