গাজা ফ্লোটিলাকে আপোসের আহ্বান গ্রিস-ইতালির, প্রত্যাখ্যান অধিকারকর্মীদের

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার দিকে এগিয়ে যাওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলার জাহাজের অধিকারকর্মীদের আপোসের আহ্বান জানিয়েছে ইতালি ও গ্রিস। দেশদুটি জাহাজে থাকা ত্রাণ চার্চের কাছে হস্তান্তরের অনুরোধ করেছে। ত্রাণ হস্তান্তর করলে চার্চ এগুলো গাজায় পৌঁছে দেবে বলে জানিয়েছে দেশ দুটি।
তবে তাদের এ আহ্বান প্রত্যাখ্যান করেছেন অধিকারকর্মীরা। তারা বলেছেন, ইসরায়েল গাজায় যে অবৈধ নৌ অবরোধ আরোপ করে রেখেছে সেটি ভাঙাই তাদের অন্যতম মূল উদ্দেশ্য।
বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, ইসরায়েলি সরকারের প্রতি গ্রিস ও ইতালি আহ্বান জানিয়েছে, এই নৌবহরে থাকা ব্যক্তিদের জন্য কোনো ধরনের ক্ষতি না করা হয়।
যৌথ বিবৃতিতে দেশ দুটি বলেছে, “আমরা ইসরায়েলকে ফ্লোটিলার অংশগ্রহণকারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানাচ্ছি। এছাড়া তারা যেন কনস্যুলার নিরাপত্তা পান সেটি নিশ্চিতের অনুরোধ করছি।”
অপরদিকে ইসরায়েলের সঙ্গে সরাসরি দ্বন্দ্ব এড়িয়ে ত্রাণগুলো ক্যাথলিক চার্চের কাছে হস্তান্তরের আহ্বান জানিয়েছে ইতালি-গ্রিস বলেছে, এরমাধ্যমে ত্রাণগুলো যেন গাজায় পৌঁছানোর সুযোগ দেন তারা।
গ্লোবাল সুমুদ ফ্লোটিলার অধিকারকর্মীরা আপোষের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তারা বলেছেন, তাদের এ মিশনের অন্যতম লক্ষ্য হলো গাজায় আরোপ করা ইসরায়েলের অবৈধ নৌ অবরোধ ভাঙা।
আরও পড়ুন
চলতি বছরের শুরুতে পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গসহ কয়েকজন মিলে একটি জাহাজে করে গাজার দিকে গিয়েছিলেন। ওই সময় তাদের জাহাজটি আটক করে ইসরায়েলে নিয়ে যায় ইসরায়েলি নৌবাহিনী। এরপর তাদের কারাগারে আটকে রেখে নিজ দেশে ফেরত পাঠানো হয়।
এই নৌবহরে ৪৫টি জাহাজে কয়েকশ অধিকারকর্মী রয়েছেন। তাদের দুটি জাহাজকে গতকাল রাতে আটকানোর চেষ্টা করেছে দখলদার ইসরায়েল। তা সত্ত্বেও এগুলো এখনো এগুলো এগিয়ে চলছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, এ জাহাজগুলো গাজা থেকে ২০০ কিলোমিটারেরও কম দূরত্বে অবস্থান করছে।
সূত্র: টাইমস অব ইসরায়েল
এমটিআই