বৃষ্টির পর রক্তের মতো লাল আকার ধারণ করল মাটি (ভিডিও)

ইরানের হরমুজ দ্বীপে বৃষ্টির পর এক অন্যরকম দৃশ্যের অবতারণা হয়েছে। সেখানকার মাটি রক্তের মতো লাল বর্ণে রূপ ধারণ করেছে। পাহাড় থেকে বৃষ্টির পানি যখন সমুদ্রে গড়িয়ে যাচ্ছে, মনে হচ্ছে যেন রক্তের স্রোত বইয়ে যাচ্ছে।
মাটি এমন লাল রূপ ধারণ করার পেছনে রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যা। হরমুজ দ্বীপটি আইরন অক্সাইডে সমৃদ্ধ। বিশেষ করে হেমাটাইট নামে একটি প্রাকৃতিক সম্পদ রয়েছে সেখানে। যেটির প্রভাবে বৃষ্টির পর মাটি এমন লাল হয়ে গেছে।
ভূতত্ত্ববিদদের মতে, বৃষ্টির পানি যখন দ্বীপটির আইরন সমৃদ্ধ ভূমির মাটি ভিজিয়ে দেয়, তখন এটির পানি মাটিতে থাকা আইরন অক্সাইড ভেঙে এগুলো উপকূলের দিকে নিয়ে যায়।
হেমাটাইট আর্দ্রতার সংস্পর্শে এলে খুব দ্রুত জারিত হয়। পারস্য উপসাগরের "রেইনবো আইল্যান্ড" বা রংধনু দ্বীপ হিসেবে পরিচিত হরমুজ দ্বীপটি এর বিচিত্র খনিজ গঠনের জন্য সুপরিচিত। তবে বৃষ্টির সময়ই এই সেখানে এমন অসাধারণ দৃশ্যের অবতারণা হয়। মঙ্গল গ্রহে প্রচুর পরিমাণে হেমাটাইট রয়েছে। আর এই খনিজের প্রভাবে গ্রহটির উপরিভাগটি লাল দেখা যায়।
— Weather Monitor (@WeatherMonitors) December 16, 2025
বৃষ্টির প্রভাবে পানি লাল হয়ে গেলেও এটি মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়। পরিবেশবিদরা জানিয়েছেন, এটি পরিবেশ দূষণের কারণেও হয়নি। শুধুমাত্র সেখানে থাকা খনিজ পদার্থের কারণেই এমনটি হয়েছে।
ইরানের এই হরমুজ দ্বীপে সারাবছরই পর্যটকরা যান। সেখানকার ভিন্ন যে প্রাকৃতিক দৃশ্য রয়েছে সেটি উপভোগ করেন তারা।
এমটিআই